বুধবার, ৩১ মে ২০২৩, ০৪:৩৯ অপরাহ্ন

নিয়ামতপুরে র‌্যাবের অভিযানে বিষ্ণুমূর্তিসহ একজন আটক

নিয়ামতপুরে র‌্যাবের অভিযানে বিষ্ণুমূর্তিসহ একজন আটক

নওগাঁর নিয়ামতপুর উপজেলার বরেন্দ্র বাজারে মৃত ডা. ওয়াসীম উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে একটি কষ্টি পাথরের বিষ্ণুমূর্তিসহ তিনজনকে আটক করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।
গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল এ অভিযান চালায়। এসময় কষ্টিপাথরের তৈরি একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয় এবং তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেনÑ চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার মৃত সেকেন্দার আলীর ছেলে মো. সেতাউর রহমান (৪২), গোমস্তাপুর উপজেলার আসানপুর গ্রামের মৃত চাঁন মোহাম্মদের ছেলে মো. আব্দুল খালেক (৫৩), শেরপুর গ্রামের মৃত আলতাব হোসেনের ছেলে মো. নজরুল ইসলাম (৬৩)।

https://arogyahomeohall.com/

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com