মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৫:২৯ অপরাহ্ন

চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন অফিসের শুভ উদ্বোধন ও আলোচনা সভা

চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন অফিসের শুভ উদ্বোধন ও আলোচনা সভা

 

আমের রাজধানী নামে খ্যাত উত্তর পশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চাঁন্দালাই ক্লাব মোড় এলাকায় ১০ ফ্রেবরুয়ারি শুক্রবার বিকাল ৩.৩০ মিনিটে এসো করি রক্ত দান হাসবে রোগী বাঁচবে প্রান এই প্রতিপাদ্যকে সামনে রেখে আক্তারুজ্জামান সিহাব এর সভাপতিত্বে এবং অসিম আকরামের সঞ্চলনায় চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন অফিসের এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল হাকিম, সাধনার সম্পাদক, জেলা চক্ষু হাসপাতাল চাঁপাইনবাবগঞ্জ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ রজব রাজু, পরিচালক বসুন্ধরা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার ,মোঃ মেহেদী হাসান, পরিচালক ফেয়ার ডায়াগনস্টিক সেন্টার, মোঃ আজমল হোসেন মামুন সহকারী শিক্ষক ও লেখক হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ সহ প্রমূখ।

উপস্থিত বক্তরা বলেন, চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন একটি সেচ্ছাসেবি ও অরাজনৈতিক সংগঠন। রক্ত দানের উপকারিতা ও বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করেন উপস্থিত বক্তারা, তাছাড়া গরীব ও অসহায় দুস্থ্য রোগীদের জন্য বিনা পয়সায় চক্ষু অপারেশন সহ বিভিন্ন সেবা প্রদান করার লক্ষ্যে কাজ করার জন্য উৎসাহ প্রদান করেন।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com