বুধবার, ৩১ মে ২০২৩, ০৩:৫৬ অপরাহ্ন
শিবগঞ্জ (চাঁপাাইনবাবগঞ্জ) সংবাদদাতাঃচলে গেলেন না ফিরার দেশে দৈনিক মানবজমিন পত্রিকার শিবগঞ্জ প্রতিনিধি ইমন আল ইমরানের আব্বা ও কানসাট কাগজিপাড়ার মৃত মুলি শেখের ছেলে টানু শেখ(৭২)।তিনি বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে রাজশাহী মেতিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ১০টা ২০মিনিটে শেষ নিঃশ্বাড ত্যাগ করেন।বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় কানসাট কেন্দ্রীয় গোরস্থান এলাকায় নামাজে জানাজা শেষে তাকে ওই গোরস্থানে দাফন করা হয়।মরহুমের নামাজে জানাজায় অংশ গ্রহন করেন জেলা ও উপকেলার সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন পেশার মানুষ।দাফন শেষে সকল সাংবাদিক শোোক সন্তপ্ত পরিবারের প্রতি সমনেদনা জানান।মৃগকালে তিনি দুই ছেলে পাঁচ মেয়ে ডহ বহু গুনহলরসহী রেখে হেছেন।