শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৪:১৯ অপরাহ্ন
‘প্রশাসনের বিচরণ যেখানে, পাখিদের অভয়ারণ্য সেখানে’ এ স্লোগানে পাখিদের বাসা গড়ার ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা প্রশাসন । পাখিদের অভয়ারণ্য গড়তে গাছের ডালে ডালে ঝোলানো হচ্ছে ‘বাসা’।
রবিবার উপজেলার ঘোড়াপাখিয়া দেবত্তরে গাছের ডালে কলস ও বাঁশের তৈরি বাসা বেঁধে দিয়ে এই ব্যতিক্রমী কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হায়াত।
সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেনের সার্বিক তত্ত্ববোধনে অন্যদের মধ্যে ছিলেন, প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী আরিফুল ইসলাম, সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস,
জানাযায়, পাখিদের অবাধ বিচরণে পাঁচ হাজার মাটির কলস ও বাঁশের খুপড়ি বেঁধে দেওয়া হচ্ছে। যেখানে বাস করতে পারবে ২০-২৫ হাজার পাখি।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, আমরা যেমন অতিথিদের বাসায় এলে আদর আপ্যায়ন করি, অতিথি পাখিরাও আমাদের দেশের অতিথি। জীব বৈচিত্র রক্ষায় এসব পাখিদের বিরক্ত না করে তাদের বিচরন স্বাধীনতা দেয়া উচিত। পাখি প্রেমীদের দাবী, শীত মৌসুমে আসা অতিথি পাখিদের রক্ষায় জেলার অন্যান্য উপজেলায়ও এমন অভায়ারণ্য গড়ে তোলা জরুরি। পাশাপাশি পাখি শিকার বন্ধে প্রশাসনের কঠোর নজরদারিরও দাবি পাখিপ্রেমীদের।