বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০১:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শিবগঞ্জের শাহাবাজ পুর ইউনিয়নে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ব্যস্ততার পরিবর্তে অস্তিত্ব টেকানোর লড়াইয়ে মৃৎশিল্পীদের তৈরি বিভিন্ন পণ্য আটপাড়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ আটপাড়ায় উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী আলী খানের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন ফুলছড়িতে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে স্বর্ণের খোঁজে দিনরাত ইটভাটার মাটি খুঁড়াখুঁড়ি গোদাগাড়ীতে চাঁদাবাজি মামলায় দুই যুবক গ্রেপ্তার নয়ন খানকে ভাইস চেয়ারম্যান হিসাবে দেখতে চায় শিবগঞ্জ উপজেলাবাসী ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে উপজেলা পরিষদ নির্বাচনে মাঠে নেমেছেন সম্ভাব্য প্রার্থীরা ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা
আধুনিক বাংলাদেশের  রুপকার জননেত্রী শেখ হাসিনার সরকার কৃষি বান্ধব সরকার-এমপি গালিব

আধুনিক বাংলাদেশের  রুপকার জননেত্রী শেখ হাসিনার সরকার কৃষি বান্ধব সরকার-এমপি গালিব

 

পাবনা প্রতিনিধি:

পাবনা-৪, (আটঘরিয়া- ঈশ্বরদী) আসনের সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ বলেছেন, আমার পিতা সব সময় আপনাদের সাথে ছিলেন, কৃষক ভাইদের সাথে ছিলেন, খামারীদের সাথে ছিলেন।

আধুনিক বাংলাদেশের  রুপকার, স্মার্ট বাংলাদেশের কারিগর আমাদের প্রধানমন্ত্রী সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার

সরকার কৃষি বান্ধব সরকার। শেখ হাসিনার সরকার সব সময় আমাদের কৃষক ও খামারিদের পাশে আছেন। জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য কৃষিকে আধুনিকায়ন করার ঘোষণা দিয়েছেন।

তিনি আরও বলেন,  জননেত্রী শেখ হাসিনা বলেছেন এক ইঞ্চি জায়গা ফাঁকা থাকবে না সবাইকে ফসল ফলাতে হবে। যারা নিজেরা পারিবারিক ভাবে খামার করেছেন আপনারা সব সময় সরকারি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করবেন।

সকলকে অর্থনৈতিক মুক্তি দিয়ে আধুনিক সমৃদ্ধ জাতি গঠন করে আপনার সেই পতাকার নিচে দাঁড়িয়ে দলবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নেয়ার আহবান জানান।

আমি ধন্যবাদ জানাতে চাই আটঘরিয়া উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তাদের এবং আমার বাবার সোনার মাটি সোনার মানুষ আটঘরিয়া উপজেলা বাসীকে। গতকাল ১৮ এপ্রিল আটঘরিয়া উপজেলা প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রর্দশনী শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা গুলো বলেন।

“প্রাণী সম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে আটঘরিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে

প্রাণিসম্পদ ও ডেইলি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রর্দশনী শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ মাঠে আয়োজিত প্রর্দশনী অনুষ্ঠান উদ্বোধন করেন পাবনা-৪ (আটঘরিয়া – ঈশ্বরদী)  আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ এমপি।

অনুষ্ঠান শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা প্রাণী সম্পদ অফিসার আকলিমা খাতুন।

আটঘরিয়া উপজেলা নির্বাহী  অফিসার নাহারুল ইসলাম এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি হাদিউল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক,

উপ-পরিচালক জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র ঈশ্বরদীর ডা. রফিকুল ইসলাম,  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দেবোত্তর ইউপি চেয়ারম্যান আবু হামিদ মোহাম্মদ মোহাঈম্মিনুল হোসেন চঞ্চল, চাঁদভা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ সাইফুল ইসলাম কামাল প্রমুখ।

উক্ত প্রর্দশনিতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ অনেকেই উপস্থিত ছিলেন

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ভিএফএ হাসানুর রহমান সবুজ।  উক্ত প্রর্দশনীতে মোট ৪০ টি স্টল বসানো হয়েছে।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com