মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন
সরকার পরিবর্তনের পর বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসানের বোর্ডের নির্বাচিত পরিচালকদের মধ্যে নাইমুর রহমান দুর্জয়ের পর স্বেচ্ছায় পদত্যাগ করলেন সুজন। বিসিবির পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন খালেদ মাহমুদ সুজন। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বুধবার পদত্যাগপত্র জমা দেন। এতোদিন খালেদ মাহমুদের অনেক পরিচয়ের একটি ছিল তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক। আজ থেকে তিনি আর থাকছেন না এই পদে। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে সরে দাঁড়ালেন। এর আগে আরেক সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় স্বেচ্ছায় পদত্যাগ করেন। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক জালাল ইউনুস এনএসসির অনুরোধ সরে দাঁড়িয়েছিলেন পরিচালকের পদ থেকে। এনএসসি মনোনীত আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম নিজ থেকে পদত্যাগ না করলেও এনএসসি তাঁর মনোনয়ন বাতিল করে বিসিবিতে নতুন পরিচালক দিয়েছে। এ দুজনের জায়গায় বিসিবির পরিচালক হন ফারুক আহেমদ ও নাজমুল আবেদীন ফাহিম। জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক পরে বোর্ড পরিচালকদের ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড সভাপতি নির্বাচিত হন। তার অধীনেই চলছে বর্তমান বাংলাদেশ ক্রিকেট বোর্ড।