মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন

বান্দরবানে খাদে পড়ে থাকা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

বান্দরবানে খাদে পড়ে থাকা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক : 
পার্বত্য জেলার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের টিভি টাওয়ার এলাকার রাবার বাগনের পড়ে থাকা এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধাবর (২৯জানুয়ারি) বিকালে নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের টিভি টাওয়ার রাবার বাগান এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকালে রাবার বাগানের সংলগ্নে খাদে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন স্থানীয়রা।

খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি থানা’র কর্মকর্তা ওসি মো. মাসরুরুল হক এর নির্দেশে নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নাইক্ষ্যংছড়ি থানা’র কর্মকর্তা (ওসি) মো.মাসরুরুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে আনা হয়েছে। তবে নাম ঠিকানা এখনো জানা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com