শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৬:৩৪ পূর্বাহ্ন

সিংড়ায় বিদেশি পিস্তল ম্যাগাজিন ও গুলিসহ অস্ত্র উদ্দার করেছে সেনাবাহিনী

সিংড়ায় বিদেশি পিস্তল ম্যাগাজিন ও গুলিসহ অস্ত্র উদ্দার করেছে সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক : নাটোরের সিংড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যাপক তল্লাশীর পরে বিদেশি পিস্তল ম্যাগাজিন ও গুলিসহ অস্ত্র উদ্দার করা হয়।

জানা যায়, শনিবার (১ জানুয়ারী) ভোর ছয়টার দিকে মোঃ ওসমান গনি সে ফজরের নামাজ পড়ার উদ্দেশ্য নিজ তার বাড়ির পাশে মসজিদের দিকে রওয়ানা দেয়। মসজিদ এর সিড়িঁতে উঠতেই তার পিছন থেকে কে বা কাহারা গুলি করলে তার কোমরের পিছনে বাম পাশে গুলি লেগে রক্তাক্ত জখম হয়।

আহত ওসমান গনি উপজেলার চৌগ্রাম পারুহার পাড়া গ্রামের মৃত আব্দুল প্রামাণিকের ছেলে।

এঘটার পরে তার আত্তিয় স্বজন আহত অবস্থায় সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। আহত ওসমান গনি চিকিৎসা ধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

এঘটার খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সিংড়া ক্যাম্পের (১১ এসপি রেজিমেন্ট) হতে একটি সেনা টহলদল ঘটনাস্থল পরিদর্শন করেন ও ব্যাপক তল্লাশীর পরে শনিবার পৌনে তিনটার দিকে ঘটনাস্থল হতে ৪০০ মিটার দূরে একটি পরিত্যক্ত টিনের ঘর থেকে ১ টি চাইনিজ পিস্তল, ১ টি ম্যাগাজিন ও ১ রাউন্ড গুলি উদ্ধার করে।

সন্ত্রাসীদের আটক করতে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন যৌথ বাহিনী।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com