মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৫:০২ অপরাহ্ন
দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী সাহিব সিং বর্মার ছেলে প্রবেশ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের শীর্ষ নেতৃত্ব।
তবে এটা স্পষ্ট, যিনিই মুখ্যমন্ত্রী হোন না কেন, তাকে নরেন্দ্র মোদির ছায়াতেই থাকতে হবে। মোদির নেতৃত্বে তৃতীয়বার ‘দিল্লিবাড়ি’র দখল নিয়েছে বিজেপি। যোগী আদিত্যনাথ ছাড়া তিন-তিনবারের প্রধানমন্ত্রী মোদির সামনে বিজেপির নেতারা প্রায় সবাই বামনসদৃশ।
বিজেপি সূত্র জানিয়েছে, সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে দিল্লি বিজেপির অন্দরে পাঁচজনের নাম ঘুরছে। ইতিমধ্যে দিল্লিতে বিজেপির দপ্তরে বৈঠকে বসেছেন বীরেন্দ্র, কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ মলহোত্র, দলের জাতীয় সহসভাপতি বৈজয়ন্ত পণ্ডা।