মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৫:০২ অপরাহ্ন

কে হবেন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী

কে হবেন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী

দীর্ঘ প্রায় তিন দশক পর ভারতের দিল্লিতে সরকার গঠন করতে চলেছে বিজেপি। মুখ থুবড়ে পড়েছে আগের আপ সরকার। জিততে পারেনি শাসক দল আম আদমি পার্টি (আপ)। এখন প্রশ্ন, কে বসবেন মুখ্যমন্ত্রীর পদে?

দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী সাহিব সিং বর্মার ছেলে প্রবেশ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের শীর্ষ নেতৃত্ব।

একই বক্তব্য দিল্লি বিজেপির প্রধান বীরেন্দ্র সচদেবেরও। 

তবে এটা স্পষ্ট, যিনিই মুখ্যমন্ত্রী হোন না কেন, তাকে নরেন্দ্র মোদির ছায়াতেই থাকতে হবে। মোদির নেতৃত্বে তৃতীয়বার ‘দিল্লিবাড়ি’র দখল নিয়েছে বিজেপি। যোগী আদিত্যনাথ ছাড়া তিন-তিনবারের প্রধানমন্ত্রী মোদির সামনে বিজেপির নেতারা প্রায় সবাই বামনসদৃশ।

সবাইকেই প্রায় অনুবীক্ষণ দিয়ে খুঁজতে হয়, মুখ্যমন্ত্রী হলেও। আর দিল্লির মুখ্যমন্ত্রী তো ভৌগোলিকভাবেও মোদির প্রচ্ছায়ায় বসবাসকারী। 

বিজেপি সূত্র জানিয়েছে, সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে দিল্লি বিজেপির অন্দরে পাঁচজনের নাম ঘুরছে। ইতিমধ্যে দিল্লিতে বিজেপির দপ্তরে বৈঠকে বসেছেন বীরেন্দ্র, কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ মলহোত্র, দলের জাতীয় সহসভাপতি বৈজয়ন্ত পণ্ডা।

সেই বৈঠকে প্রাথমিকভাবে হবু মুখ্যমন্ত্রীর নাম নিয়ে আলোচনা চলছে বলেই জানিয়েছেন দলীয় নেতাদের একাংশ। ওই নেতাদেরই দাবি, বৈঠকে যা-ই হোক, শেষ পর্যন্ত এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী মোদিই।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com