শুক্রবার, ০৯ মে ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ডায়াবেটিক সমিতিতে বিনামূল্যে চিকিৎসাসেবা শুরু করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পত্নী মেডিকেল অফিসার ডা. আরাফাত জান্নাত আরবি।
জানা গেছে- প্রতি সপ্তাহে শনিবার ও রোববার শিবগঞ্জ ডায়াবেটিক সমিতিতে গাইনী ও ডায়াবেটিসসহ মেডিসিন সংক্রান্ত রোগের বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আজাহার আলী (ইউএনও) পত্নী মেডিকেল অফিসার ডা. আরাফাত জান্নাত আরবি।
এদিকে বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়ায় খুশি সাধারণ রোগীরা। তারা জানায়, এখানে চিকিৎসাসেবাসহ পরামর্শও মিলেছে। এই পরামর্শগুলো নিলে অনেক টাকা খরচ হতো, বিনামূল্যে সেবা পেয়েছি, এটাই আমাদের জন্য অনেক পাওয়া।
শিবগঞ্জ ডায়াবেটিক সমিতির সদস্য ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস বলেন, এখন থেকে শিবগঞ্জ ডায়াবেটিস সমিতির একটি নতুন দিগন্ত উন্মোচিত হলো। অনেক দূর-দূরান্ত থেকে আসা রোগীরা ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের সেবা ও চিকিৎসা পাবেন। মানবতার জন্য মানুষ এবং আমি মনে করি এটি একটি মহৎ উদ্যোগ। অন্যদিকে এমন উদ্যোগে প্রশংসা কুড়িয়েছে সুধীমহলে।
এতো মহৎ উদ্যোগ, অথচ কোন আনুষ্ঠানিকতা নেই কেন? এ প্রশ্নের জবাবে ডা. আরাফাতে জান্নাত আরবি বলেন, মানবসেবা করতে আসলে তেমন কোন আনুষ্ঠানিকতার প্রয়োজন আছে বলে আমি মনে করি না।
মানুষজন কতটুকু সেবা পেলো সেটাই মূল ব্যাপার। এমন ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ডেস্ক/এমএস