শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৭:০৫ পূর্বাহ্ন

লাহোরের মালিকের নিকট রিশাদ গেমচেঞ্জার

লাহোরের মালিকের নিকট রিশাদ গেমচেঞ্জার

স্পোর্টস ডেস্ক : ইসলামাবাদ ইউনাইটেডের কাছে হেরে পিএসএলের এবারের আসর শুরু করে লাহোর কালান্দার্স। দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়ে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ৭৯ রানে হারিয়েছে তারা। ফ্রাঞ্চাইজিটির এই জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন রিশাদ হোসেন।

পাকিস্তানের সবচেয়ে ব্যয়বহুল টুর্নামেন্টে নিজের অভিষেক ম্যাচেই ৩১ রানে তুলে নেন তিন উইকেট। তাতেই এই লেগস্পিনারে মুগ্ধ লাহোরের সিওও এবং মালিকপক্ষের একজন সামিন রানা। রিশাদকে গেম চেঞ্জার বলেছেন তিনি।

এদিন রাইলি রুশো, মোহাম্মদ আমির ও আবরার আহমেদকে প্যাভিলিয়নের পথ দেখান রিশাদ। এর মধ্যে রুশোর উইকেটটি খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল। ১৮ বলে ৪৪ রানে ব্যাট করছিলেন দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটার। ইনিংসের নবম ওভারে ভয়ঙ্কর হয়ে উঠা রুশোকে বোল্ড করে লাহোর শিবিরে স্বস্তি এনে দেন রিশাদ।

ম্যাচ শেষে সামিন বলেন, ‘বাংলাদেশি ভাই রিশাদকে নিয়ে কি বলতে পারি! আমি মনে করি রিশাদ গেম চেঞ্জার। কোয়েটার বিপক্ষে তুমি যেভাবে বল করেছো সেটা দলের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে।

আমাদের দলের বোলিং আক্রমণই যে এবারের পিএসএলের সেরা সেটা তুমি প্রমাণ করে দিয়েছো।’

ডেস্ক/এমএস

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com