শনিবার, ০৪ মে ২০২৪, ০৪:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কয়রায় পথচারি ও ভ্যান চালকদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরন চরফ্যাশনে মেঘনা নদীর তীরে মাটি কাটায় অর্থদণ্ড সোনাগাজীতে সিএনজি অটোরিকশা উল্টে চালক নিহত বাগআঁচড়া নাভারণ ও বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নে মহান মে দিবস পালিত নজরুল বিশ্ববিদ্যালয়ে অভিযোগ প্রতিকার ও নিষ্পত্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন শ্রীমঙ্গলে এক কিশোরকে কুপিয়ে জখম শিবগঞ্জের শাহাবাজ পুর ইউনিয়নে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ব্যস্ততার পরিবর্তে অস্তিত্ব টেকানোর লড়াইয়ে মৃৎশিল্পীদের তৈরি বিভিন্ন পণ্য আটপাড়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ আটপাড়ায় উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী আলী খানের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন
‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের অর্জন বিশ্ব আজ স্বীকার করেছে :স্বরাষ্টমন্ত্রী

‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের অর্জন বিশ্ব আজ স্বীকার করেছে :স্বরাষ্টমন্ত্রী

নিউজ ডেস্ক :
স্বরাষ্টমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজামান খান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ জুনআমাদের অহঙ্কার পদ্মা সেতু উদ্বোধন করতে যাচ্ছেন। অনেক বাধা আর ষড়যন্ত্র অতিক্রম করে আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা আমাদের স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ করতে সক্ষম হয়েছি। বাংলাদেশ যে পারে, পদ্মা সেতু নির্মাণ আমাদের সেই সামর্থ্যের কথা প্রমাণ করে। সেই সাথে ঢাকায় মেট্রো রেল, চট্টগ্রামে বৃহৎ টানেল, কক্সবাজারে আন্তর্জাতিক এয়ারপোর্ট হতে যাচ্ছে। এসব কিছুই বাংলাদেশের অর্জন আর তা সম্ভব হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে।

জয়পুরহাটে নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধন শেষে বুধবার (২২ জুন) বিকালে সাকির্টহাউজ মাঠে সন্ত্রাস, জঙ্গী, মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তৃতায় এসময় আরও বলেন, প্রধানমন্ত্রী চেয়েছেন নারীর ক্ষমতায়ন ঘটলেই দেশ এগিয়ে যাবে, তাই তারা পুরুষের পাশাপাশি সমান তালে এগিয়ে যাচ্ছেন বলেই দেশ এগিয়ে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নও পূরন হয়েছে প্রধানমন্ত্রীর জন্য, বিশ্ব এসব অর্জনের স্বীকৃতি দিয়েছে। সেই কারনে আমরা আশা করতে পারি আমাদের প্রধানমন্ত্রী নোবেল পুরস্কার পাবেন।

রাজশাহী রেঞ্জ ডিআইজি মো. আব্দুল বাতেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, স্বরাষ্টমন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য এ্যাড. সামছুল আলম দুদু এমপি, জেলা প্রশাসক শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঞা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সোলায়মান আলী, জয়পুরহাট পৌর সভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নৃপেন্দ্রনাথ মন্ডল, গোলাম হক্কানী, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডলসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশ শেষে পুলিশের সার্বিক ব্যবস্থাপনায় ১০০ জন মাদক কারবারিকে স্বাভাবিক জীবনে প্রত্যাবর্তন ও অবৈধ কিডনি পাচার চক্রের প্রতারনার ফাঁদে পরা ১৫ জন কিডনি দাতাকে আর্থিক সহায়তা দেন প্রধান অতিথি। এর আগে, দুপুরে সদর উপজেলার চক বরকত পুলিশ ফাঁড়ির নবনির্মিত ভবনের উদ্বোধন ও শহীদ পুলিশ সুপার নজমুল হক পুলিশ লাইন হাইস্কুলের নামকরণ করেন প্রধান অতিথি।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com