শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৮:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কয়রায় পথচারি ও ভ্যান চালকদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরন চরফ্যাশনে মেঘনা নদীর তীরে মাটি কাটায় অর্থদণ্ড সোনাগাজীতে সিএনজি অটোরিকশা উল্টে চালক নিহত বাগআঁচড়া নাভারণ ও বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নে মহান মে দিবস পালিত নজরুল বিশ্ববিদ্যালয়ে অভিযোগ প্রতিকার ও নিষ্পত্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন শ্রীমঙ্গলে এক কিশোরকে কুপিয়ে জখম শিবগঞ্জের শাহাবাজ পুর ইউনিয়নে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ব্যস্ততার পরিবর্তে অস্তিত্ব টেকানোর লড়াইয়ে মৃৎশিল্পীদের তৈরি বিভিন্ন পণ্য আটপাড়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ আটপাড়ায় উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী আলী খানের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন
২০২৩ সালে বিপ্লব ঘটবে যেসব স্মার্টফোন

২০২৩ সালে বিপ্লব ঘটবে যেসব স্মার্টফোন

নিউজ ডেস্ক :
সদ্য বিদায়ি ২০২২ ছিল উদ্ভাবনের বছর। বাজারে এসেছিল সর্বাধুনিক প্রযুক্তির ফোন। এরই ধারাবাহিকতা বজায় থাকবে এ বছরও। শুধু তাই নয়, ২০২৩ সালে রীতিমতো বিপ্লব ঘটবে ফোনের দুনিয়ায়। কী বৈপ্লবিক পরিবর্তন ঘটতে যাচ্ছে ২০২৩ সালে তাই নিয়ে আজকের আয়োজন।

স্যাটেলাইট সাপোর্ট

প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের আইফোনে স্যাটেলাইট সাপোর্ট এনেছিল গত বছর। আশা করা যাচ্ছে ২০২৩ সালে অ্যানড্রয়েড ফোনেও এ সাপোর্ট পাওয়া যাবে। গুগলের অ্যান্ড্রয়েডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিরোশিমা লকহেইমার আশার বাণী শুনিয়েছেন। তিনি বলেন, ২০২৩ সালে অ্যানড্রয়েড ১৪ ভার্সনে স্যাটেলাইট সংযোগ থাকবে।

আপডেটযোগ্য রুট সার্টিফিকেট

অ্যানড্রয়েড ফোন বিভিন্ন কারণে রুট করার প্রয়োজন হয়। কিন্তু রুট করার পর অ্যানড্রয়েড সার্টিফিকেশন হারায়। পাশাপাশি অ্যানড্রয়েড সাপোর্টও অনেক সময় বন্ধ হয়ে যায়। এ সমস্যার সমাধানে এ বছরই মিলতে যাচ্ছে রুট সার্টিফিকেট আপডেট করার ক্ষমতা। গুগল প্লে সিস্টেম আপডেট ব্যবহার করে ব্যবহারকারীরা রুট সার্টিফিকেট আপডেট করতে পারবে।

উন্নত ক্যামেরা

২০২৩ সালে বাজারে আসা স্মার্টফোনে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা দেখা গেছে। এরই ধারাবাহিকতা থাকবে নতুন বছরও। এ বছর অধিক মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে নতুন ফোনে।

আইফোনে ইউএসবি টাইপ সি পোর্ট

আইফোন ব্যবহারকারীদের দীর্ঘদিনের দাবি ছিল ফোনে অ্যানড্রয়েড টাইপ সি পোর্ট সংযুক্ত করা। সে দাবিতে সাড়া দিতে যাচ্ছে অ্যাপল। এ বছরই আইফোনে যুক্ত হচ্ছে টাইপ সি পোর্ট। ফলে অ্যানড্রয়েড ফোনের চার্জার দিয়েই আইফোন চার্জ দেওয়া যাবে।

অত্যাধুনিক ফাস্ট চার্জিং

২০২২ সালে ফোনের ফাস্ট চার্জিং প্রযুক্তিতে অভাবনীয় উন্নতি সাধন করেছে। যা এ বছর আরও পরিণত হবে। নতুন বছরে ফোনে আরও বেশি উন্নত প্রযুক্তির ফাস্ট চার্জিং প্রযুক্তির সন্নিবেশন ঘটবে। ১০ কিংবা ২০ মিনিট নয় ৫ মিনিট কিংবা ১ মিনিটেই চার্জ হবে ফোন, এমনই প্রযুক্তি আসবে এ বছর।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com