বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৬:৫৪ অপরাহ্ন
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর বাগমারায় পুলিশের অভিযানে ৩জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে পরোয়ানাভুক্ত আসামী ২ এবং নিয়মিত মামলায় ১ জন।
পরোয়ানাভুক্ত আসামীরা হলো উপজেলার মিরপুর গ্রামের মৃত জাবের আলীর ছেলে জাহিদুল ইসলাম এবং সূর্যপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে সাজেদুর রহমান হিরো।
এছাড়াও নিয়মিত মামলায় নরদাশ ইউনিয়নের নরদাশ গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে হারুনুর রশিদ। বুধবার পৃথক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ।