মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ন
নোযাখালী প্রতিনিধি :
নোয়াখালীর সদর উপজেলায় ৯মামলার এক পলাতক আসামিকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত মো.রাসেল ওরফে পিচ্চি রাসেল(২২) নোয়াখালী পৌরসভার মাস্টার পাড়া এলাকার পাটোয়ারী বাড়ির মৃত চাঁন মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম।তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ বাড়ি থেকে একটি দেশীয় তৈরী এলজি বন্দুকসহ পিচ্চি রাসেলকে গ্রেপ্তার করে পুলিশ। এসপি আরো বলেন,গ্রেপ্তারকৃত আসামিকে শনিবার সকালে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।