শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৯ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ২১ আগষ্ট গ্রেনেড হামলা দিবসে বিক্ষোভ মিছিল

চাঁপাইনবাবগঞ্জে ২১ আগষ্ট গ্রেনেড হামলা দিবসে বিক্ষোভ মিছিল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
ভয়াল ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরনে চাঁপাইনবাবগঞ্জে পৌর
আয়ামী লীগের উদ্দোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার  সকালে দলীয় কার্যালয়ে শহীদদের আত্মার মাগফেরাত কামনা
করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পরে সেখান থেকে জেলা শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষীন করে সেন্টু মার্কেটের সামনে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে গিয়ে সমাবেশে মিলিত হয়।
এই দিনে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে আ’লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আ’লীগের সন্ত্রাস বিরোধী শান্তি সমাবেশে ভয়াবহতম গ্রেনেড হামলা চালিয়ে ২৪ নেতাকর্মীকে হত্যা ও অনেককে চিরতরে পঙ্গু করা হয়। হামলাকারীদের উদ্দেশ্য ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগকে নেতৃত্ব শুন্য করার। এই হামলার নেপথ্যে জামায়াত বিএনপি মূখ্য ভুমিকা পালন করে। এ হামলার হুকুমদাতা ও পরিকল্পনাকারী কে বিচারের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি  দাবী জানান বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওদুদ বিশ্বাস, সংরক্ষিত মহিলা আসনের জাতীয় সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডঃ গোলাম রাব্বানী,  সেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুল আওয়াল গোনি যোহা, সহ ছাত্র লীগ, যুব লীগ, মহিলা লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com