বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৪:১৬ অপরাহ্ন
,জয়পুরহাট প্রতিনিধিঃ-
জয়পুরহাট সদর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩ শত পিচ ইয়াবা ট্যাবলেটসহ মো.শরিফুল ইসলাম (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে (ডিবি) পুলিশের সদস্যরা। শনিবার(১০ সেপ্টেম্বর) গোপন গোয়েন্দা তথ্যের ভিক্তিতে সদর উপজেলার পৌরসভার অন্তর্গত কুন্ডুপাড়াস্থ ডক্টর্স ক্লিনিকের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত হলেন,দিনাজপুরের হাকিমপুর উপজেলার মধ্যবাসুদেবপুর এলাকার -মৃত-আলতাফ হোসেনের ছেলে মো. শরিফুল ইসলাম। জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)পুলিশের সূত্রে জানা যায়, শনিবার সন্ধায় পরে বিশেষ এক গোয়েন্দা তথ্যের ভিক্তিতে জয়পুরহাট জেলার সদর উপজেলার কুন্ডুপাড়াস্থ ডক্টর্স ক্লিনিকের সামনে পাকা রাস্তার উপর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই(নিঃ) মো.আমিরুল ইসলাম, এএসআই(নিঃ) মাহমুদ সিদ্দিকী, এএসআই (নিঃ) মো.জাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার ও গোপন সংবাদের ভিক্তিতে বিশেষ অভিযান চালিয়ে ৩ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে হাতেনাতে আটক করা হয়। আটককের মাদক ব্যবসায়ী মো.শরিফুল ইসলামের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।