শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০১:২১ অপরাহ্ন
‘প্রতিদিন একটি ডিম, পুষ্টিময় সারাদিন’ এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডিম দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার জেলা প্রাণিসম্পদ দপ্তর দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ডা. মো. সফিকুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ দপ্তরের জেলা ভেটেরিনারি কর্মকর্তা ডা. মো. কবির উদ্দিনসহ বিভিন্ন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার পোলট্রি অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শিবগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রনজিৎ চন্দ্র সিংহ ও গোমস্তাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাউসার আলী। এছাড়াও পোলট্রি অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা বক্তব্য দেন।