বুধবার, ৩১ মে ২০২৩, ০৪:০২ অপরাহ্ন

পৌর আওয়ামী লীগের মতবিনিময়

পৌর আওয়ামী লীগের মতবিনিময়

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও সংগঠনকে গতিশীল করতে চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৪টায় শহরের শহীদ মনিমুল হক সড়কে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেনÑ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিন, সহসভাপতি ডা. গোলাম রাব্বানী, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. মোখলেসুর রহমান, দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন। সভা পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃবিদ রোকনুজ্জামান রোকন।
মতবিনিময় সভায় আরো বক্তব্য দেনÑ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক এবং জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য আব্দুল জলিল মাসুদ।
বক্তারা বলেনÑ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এিনপি ও স্বাধীনতাবিরোধী অপশক্তি দেশের মধ্যে যে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে, যে ষড়যন্ত্রের চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে সকল নেতাকর্মীকে রুখে দাঁড়াতে হবে।
সভায় বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সভাপতি ও সাধারণ সম্পাদকরাও বক্তব্য দেন।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com