মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৬:৪১ অপরাহ্ন

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

মোঃসামিরুল ইসলাম গোমস্তাপুর প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় শাহীন আলম বাবু(২২) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(০৫ জানুয়ারি) সকাল পৌনে নয়টার দিকে রহনপুর- নাচোল সড়কের রহনপুর পৌর এলাকার চিনিয়াতলায় এ দূর্ঘটনা ঘটে ।নিহত ওই কলেজছাত্র নাচোল উপজেলার কসবা ইউনিয়নের যাদুপুর গ্রামের মোঃ একরামুল হকের ছেলে। সে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই কলেজ ছাত্র সাইকেল চালিয়ে কলেজ যাওয়ার সময় চিনিয়াতলা নামক স্থানে নাচোল থেকে ছুটে আসা একটি ধানবাহী ট্রাক তাকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। বিষয়টি নিশ্চিত করে গোমস্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান তিনি আরও জানান, সুরতহাল রিপোর্ট শেষে নিহত ওই কলেজ ছাত্রের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে এবং আইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com