মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৬:৩৩ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে ‘ভ্রান্ত’ ধারণা দূর করতে ব্যাপক প্রচারণায় মাধমে গম্ভীরা, লিফলেটসহ, শহর থেকে প্রত্যন্ত গ্রাম অঞ্চল এছাড়াও মসজিদ-মন্দিরেও প্রচার চালাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন।
বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে জনসচেতনতামূলক এই প্রচারের আয়োজন করে নির্বাচন কমিশন।
গম্ভীরার কথোপকথনের মাধ্যমে নানা সাইদুর রহমান ও নাতি খাবিরুদ্দিন তাদের আঞ্চলিক ভাষায় সকল ভোটারদের ইভিএমে ভোটদান পদ্ধতি হাতেনাতে শিখিয়ে দেন। এছাড়াও ইভিএমে ভোটদান পদ্ধতি সহজ এবং সময় কম লাগে বলে ভোটারদের জানান দিচ্ছেন।
এই সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন, সহকারী রিটার্নিং কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমানসহ অন্যরা।
তাছাড়া বিশেষ করে বিকেলে বাবুডাইং এর সাঁওতালপাড়া এলাকাসহ গ্রামের প্রত্যন্ত অঞ্চলগুলোতে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন নিজেই গিয়ে হ্যান্ডবিল ও ইভিএম সহজ পদ্ধতি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এসব বিষয় জানিয়ে পেরে জনসাধারণের মাঝে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছেন তিনি। সহকারী রিটার্নিং অফিসাররাও তার সাথে কাধে কাধ মিলিয়ে দিনব্যাপী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
প্রত্যন্ত অঞ্চলের জনসাধারণ জানান, ইভিএম মেশিন টা এত সহজ আগে জানতাম না,। আগে অনেকের মুখেই শুনতাম ভোট প্রদান খুব কঠিন কিন্তু এখন মনে হচ্ছে সহজেই ভোট দিতে পারবো, সময়ও লাগবেনা।