রবিবার, ১৯ মে ২০২৪, ০৩:৪৩ অপরাহ্ন

শিবগঞ্জে পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

শিবগঞ্জে পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা :
শিবগঞ্জে ফুড সেফটি, ফুড হাইজিন, অ্যানিমিয়া ও ম্যালনিউট্রিশন এবং হেলথ এজিং বিষয়ক দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন, স্বাস্থ্যা শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের আয়োজনে ও চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন অফিসের ব্যবস্থাপণায় শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. সায়রা খানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান রিসোর্স পারসন হিসাবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্যশিক্ষা অফিসার চৌধুরী আব্দুল্লাহ আস শামস। বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন অফিসের সহকারী পুষ্টি কর্মর্কর্তা শামসুন্নাহার বেগম ও শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী শওকাত আলি। এছাড়া কর্মশালায় স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ইমাম ও পুরোহিতসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। কর্মশালায় পুষ্টিহীনতা দূর করতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিজে উৎপাদিত পণ্যের ওপর গুরুত্ব আরোপ করা হয়।তাছাড়া পণ্য উৎপাদন, রান্নাবান্নায়, পণ্য সংরক্ষণে, পরিস্কার পরিচ্ছন্নতা, কীটনাশক ছাড়া খাদ্য পণ্য উৎপাদনে কৃষক সমাজকে উৎসাহ প্রদান ও বিশিদ্ধ পানি পান করার প্রতি গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com