মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৭:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
নয়ন খানকে ভাইস চেয়ারম্যান হিসাবে দেখতে চায় শিবগঞ্জ উপজেলাবাসী ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে উপজেলা পরিষদ নির্বাচনে মাঠে নেমেছেন সম্ভাব্য প্রার্থীরা ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা আধুনিক বাংলাদেশের  রুপকার জননেত্রী শেখ হাসিনার সরকার কৃষি বান্ধব সরকার-এমপি গালিব ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে প্রাণিসম্পদ প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে শিবগঞ্জে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ শিবগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন-সমাপনী অনুষ্ঠিত রানীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে মুক্ত মঞ্চের শুভ উদ্বোধন জেলা মহিলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জাতীয় দলের পাঁচ নারী ক্রীড়াবিদদের সংবর্ধনা গোপালগঞ্জে নানান আয়োজনের মধ্য পালিত হলো পহেলা বৈশাখ
শিবগঞ্জে সালিশে যুবককে পেটালেন কাউন্সিলর

শিবগঞ্জে সালিশে যুবককে পেটালেন কাউন্সিলর

শিবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে সালিশ বৈঠকে নিয়াম আলী (৩৩) নামে এক যুবককে পিটিয়ে আহত করেছেন কাউন্সিলর সাদেকুল ইসলাম সাদেক। তিনি শিবগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর। আহত যুবক পৌর এলাকার দৌলতপুর হাজীপাড়া মহল্লার মৃত মোহাম্মদ আলীর ছেলে। এ নিয়ে বুধবার সকালে আহত যুবক বাদি হয়ে কাউন্সিলরসহ সাতজনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি এজাহার দিয়েছেন। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে দৌলতপুর হাজীপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। এজাহারে উল্লেখ করা হয়, মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে নিয়াম আলীর পারিবারিক কলহে দৌলতপুর হাজীপাড়া মহল্লায় সালিশ বসে। এ সময় পরিবারের জমি সংক্রান্ত বিরোধের জেরে তাকে অশ্লীল ভাষা গালাগাল করতে থাকেন কাউন্সিলর সাদেকুল, জাহাঙ্গীর, বাহারুল, সাহারুলসহ ৬-৭ জন্য ব্যক্তি। এক পর্যায়ে সাদেকুল ইসলাম লাঠি দিয়ে নিয়ামকে পিটিয়ে গুরুত্বর জখম করে। এ সময় নিয়ামের বোন মোস্তারী, মমতাজ ও স্ত্রী আদরী বেগমকেও বেধড়ক মারপিট করা হয়। স্থানীয়রা আহত নিয়ামকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে প্রতিপক্ষ জাহাঙ্গীর ও বাহারুলের সঙ্গে যোগাযোগ করেও তাদের মন্তব্য মেলেনি। যদিও কাউন্সিলর সাদেকুল ইসলাম সাদেক বলেন, নিয়াম গালাগাল করায় তাকে দুটি থাপ্পড় দিয়েছি মাত্র। পরে জমি সংক্রান্ত বিরোধের জেরে উভয় পক্ষের গন্ডগোলে তিনি আহত হন। শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com