রবিবার, ১৯ মে ২০২৪, ০৭:২৫ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাং থাকবে না; পুলিশ সুপার

চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাং থাকবে না; পুলিশ সুপার

চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাং থাকবে না বলে জানিয়েছেন পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব। গত সোমবার বেলা ১১টায় শিবগঞ্জ পৌরসভার সাবেক পৌর কাউন্সিলর খাইরুল আলম জেম হত্যা মামলা বিষয়ে জরুরি প্রেস ব্রিফিং চলাকালে কিশোর গ্যাং প্রসঙ্গ উঠলে তিনি এ কথা বলেন।
পুলিশ সুপার বলেন, যাদেরকে কিশোর গ্যাং বলছি তারাও আসলে অপরাধী। কাজেই তাদের আর ছাড় দেয়া হবে না। এসময় তিনি বলেন, ফাহাদকে যারা হত্যা করেছে তাদের নাম-পরিচয় পাওয়া গেছে। অচিরেই তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হবো।
উল্লেখ্য, গত রবিবার (২৩ এপ্রিল) জেলাশহরের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুতে কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে ছুরিকাঘাতে ফাহাদ আলী (১৬) নামে এক কিশোর নিহত হয়। এঘটনায় গুরুতর আহত হয় ইমন (১৬) নামে আরেক কিশোর।
নিহত কিশোর ফাহাদ মসজিদপাড়ার মনিরুল ইসলামের ছেলে ও ফুলকুঁড়ি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। অপর আহত কিশোর ইমন একই এলাকার আশরাফুল ইসলামের ছেলে ও নবাবগঞ্জ হাই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com