শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৩ পূর্বাহ্ন

কানসাট আম বাজারে যানজট নিরসন-অবৈধ স্থাপনা উচ্ছেদ

কানসাট আম বাজারে যানজট নিরসন-অবৈধ স্থাপনা উচ্ছেদ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কানসাট আম বাজারে যানজট নিরসন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। শনিবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল হায়াত। তিনি জানান, সড়কে ধারে অবৈধভাবে গড়ে ওঠা ফলের দোকান অপসারণ করা হয়েছে। বাকি ব্যবসায়ীরা তিনদিনের মধ্যে নিজ দায়িত্বে নিজেদের মালামাল সরিয়ে নিতে জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সিএনজি-অটোরিকশার জন্য তিনদিকে স্ট্যান্ড নির্ধারণ করে দেওয়া হয়। এছাড়া পাকা আমের হাট রাস্তা থেকে সরিয়ে নির্দিষ্ট স্থানে স্থানান্তর করা হয়েছে। কানসাট মোড়ে কোন বাস দাঁড়াতে পারবে না। আশা করা হচ্ছে- এবার কানসাট আমবাজারে যানজট থাকবে না। অভিযানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ, কানসাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেফাউল মূলক, কানসাট আম আড়ৎদার সমবায় সমিতির সাধারণ সম্পাদক ওমর ফারুক টিপু ও কানসাট বাজার ইজারাদার রফিকিল ইসলামবাবু প্রমূখ।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com