রবিবার, ১৯ মে ২০২৪, ০৯:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচন বর্জনে স্বেচ্ছাসেবকদল নেতার স্ট্যাটাস মৌলভীবাজারে দুই জনের মৃত্যুদন্ড আড়াই বছর পর বিজয়ী হলেন নির্বাচনে পরাজিত প্রার্থী দুঃখে বুক ফেটে যাচ্ছে, যার যায় সেই বোঝে’ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মৎস্যজীবী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত কয়রায় পথচারি ও ভ্যান চালকদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরন চরফ্যাশনে মেঘনা নদীর তীরে মাটি কাটায় অর্থদণ্ড সোনাগাজীতে সিএনজি অটোরিকশা উল্টে চালক নিহত বাগআঁচড়া নাভারণ ও বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নে মহান মে দিবস পালিত নজরুল বিশ্ববিদ্যালয়ে অভিযোগ প্রতিকার ও নিষ্পত্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
জেম হত্যা মামলায় জামিন নামঞ্জুর, কারাগারে মেয়র মোখলেস

জেম হত্যা মামলায় জামিন নামঞ্জুর, কারাগারে মেয়র মোখলেস

চাঁপাইনবাবগঞ্জে আলোচিত জেলা যুবলীগের নেতা খাইরুল আলম জেম হত্যা মামলার প্রধান আসামি পৌর মেয়র মোখলেসুর রহমানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন প্রার্থনা করলে মেয়র মোখলেসের জামিন নামঞ্জুর করেন আদালত।

জেলা যুবলীগের সাবেক সহ-শ্রমবিষয়ক সম্পাদক এবং শিবগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সদস্য খাইরুল আলম জেম গত ১৯ এপ্রিল সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ শহরের উদয়ন মোড় এলাকায় ইফতার কিনে বাড়ি ফেরার সময় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হন।

মঙ্গলবার দুপুরে আদালতে উভয়পক্ষের আইনজীবীর যুক্তি উপস্থাপন শেষে জেলা ও দায়রা জজ আদালতের দায়িত্বে থাকা বিচারক নির্মলেন্দু দাশ মেয়র মোখলেসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সরকারি কৌঁসুলি নাজমুল আজম এ তথ্য নিশ্চিত করে জানান, শুনানিতে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয়পক্ষের যুক্তি শুনে আদালত জামিন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

আসামিপক্ষের আইনজীবী নজরুল ইসলাম জানান, উচ্চ আদালত নি¤œ আদালতে আত্মসমর্পণের যে নির্দেশনা দিয়েছিল, সেই আলোকে গত ৩০ মে এ মামলার ৩২ জন জামিন প্রার্থনা করেছিল, কিন্তু পৌর মেয়র মোখলেসুর রহমান অসুস্থতার কারণে সেদিন আদালতে উপস্থিত হতে পারেননি। তিনি হাসপাতাল থেকে রিলিজ হয়েই আজকে আদালতে এসে জামিন প্রার্থনা করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

এর আগে গত ৩০ মে বিকাল সাড়ে ৩টার দিকে জেম হত্যা মামলার ৩২ জন আসামি চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ মোহা. আদীব আলীর আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত ৬ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। তারা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবলীগের সাবেক সভাপতি ব্যবসায়ী সামিউল হক লিটন, চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীদ রানা টিপু, আলমগীর হোসেন, মো. আব্দুল কাদের, মো. জামিল হোসেন ও মাহিন রেজা ওরফে মবিন আলী।

ওই দিন আসামিপক্ষের আইনজীবী নজরুল ইসলাম জানিয়েছিলেন, উচ্চ আদালত থেকে চার সপ্তাহের মধ্যে জেলা ও দায়রা জজ আদালতে হাজির হওয়ার নির্দেশনা ছিল। সেই নির্দেশনা মেনে (৩০ মে) ৩২ জন আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত ২৬ জনের জামিন মঞ্জুর করেন এবং সামিউল হক লিটন, শাহীদ রানা টিপু, আলমগীর হোসেন, মো. আব্দুল কাদের, মো. জামিল হোসেন ও মাহিন রেজা ওরফে মবিন আলীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ শহরের উদয়ন মোড় এলাকায় ইফতার কিনে বাড়ি ফেরার সময় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হন খাইরুল আলম জেম। এ ঘটনায় নিহতের ভাই মনিরুল ইসলাম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমান, জেলা যুবলীগের সাবেক সভাপতি সামিউল হক লিটনসহ ৪৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ১৫-২০ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ দুই দফায় ১৪ জনকে গ্রেপ্তার করে। হত্যাকা-ে ব্যবহৃত হাতুড়ি, মোটাসাইকেলসহ বেশ কিছু আলামতও উদ্ধার করে পুলিশ। পুলিশের রিমান্ড শেষে ৫ আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com