শনিবার, ১৮ মে ২০২৪, ০৬:৩০ অপরাহ্ন

শিবগঞ্জে জাতীয় শোক দিবস পালিত

শিবগঞ্জে জাতীয় শোক দিবস পালিত

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, তাঁতীলীগসহ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক দল, ক্লাব নানামুখী কর্মসুচীর মাধ্যমে দিবসটি পালন করে। মঙ্গলবার সকাল ৭টায় উপজেলা আওয়ামী লীগ শিবগঞ্জ ডাকবাংলো চত্বরে জাতীয় পতাকা ও শোক পতাকা উত্তোলন করে। সকাল ৮টায় উপজেলা পরিষদ সংলগ্ন মুজিব মুর‌্যালে  পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, মহিলা আওয়ামী লীগ, উপজেলা বঙ্গবন্ধু পরিষদ, উপজেলা বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদসহ অঙ্গ সহযোগি সংগঠন। পুষ্পমাল্য অর্পণের পর বিশেষ মোনাজাত করা হয়। সকাল ১০টায় উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে শোক সভা, পুরস্কার-ঋণ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে প্রধান অতিথির সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু  আহম্মেদ নাজমুল কবির মুক্তা, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগমসহ অন্যরা। এছাড়া বিনোদপুর কলেজসহ উপজেলার শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠানও বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে দিবসটি পালন করে। এদিকে দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধুর প্রবর্তিত পল্লী সমাজসেবা, নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বীর লক্ষে পল্লী মাতৃকেন্দ্রের পুনবিনিয়োগ, এসিডদগ্ধ ও প্রতিবন্ধীদের পুনর্বাসন, বিভিন্ন ধরনের রোগীদের মাঝে এককালিন আর্থিক অনুদানের চেক, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার-ট্রাই সাইকেল, ভিক্ষুকদের পুনর্বাসন, প্রতিবন্ধী ভাতাবহি, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি, সুবর্ণ নাগরিক কার্ড, জাতীয় সমাজকল্যাণ পরিষদের এককালিন আর্থিক সহায়তা, অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি ভাতাবহি বিতরণ করা হয়। অনুষ্ঠানে সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এসব অনুদানের চেক তুলে দেন। এ সময় আরএসএস কার্যক্রমের আওতায় বিনিয়োগকৃত ১৬ জনকে নয় লাখ টাকা, আরএমসি কার্যক্রমের আওতায় ৪ লাখ ১০ হাজার টাকা, এসিডদগ্ধ ও প্রতিবন্ধীদের পুনর্বাসন কার্যক্রমের আওতায় ২১ হাজার টাকা, ক্যান্সার, কিডনি, লিভার, সিরোসিস, স্ট্রোকে প্যারালাইসিস ও থ্যালাসেমিয়াসহ বিভিন্ন ধরনের ৬৩ জন রোগীকে ৩১ লাখ ৫০ হাজার টাকার চেক ও গাছের চারা প্রদান করা হয়। এছাড়া জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের সহায়তায় ১২ প্রতিবন্ধীকে হুইল চেয়ার, দুজনকে ট্রাই সাইকেল, ১৩ জন ভিক্ষুককে পূর্নবাসনের লক্ষে ছাগল, হাঁস মুরগি ও ৩৫ জনকে ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা দেয়া হয়। পরে উপজেলা যুব উন্নয়ন অফিসের উদ্যোগে ৫ জনকে ৩ লাখ ৬০ হাজার টাকার চেক ও উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের উদ্যোগে ১৫ জনকে ম্যানেজার কমিশন হিসেবে ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। অন্যদিকে উপজেলা প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে নৃগোষ্ঠী পরিবারের মাঝে গরু বিতরণ করা হয়। তাছাড়া ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা মডেল মসজিদে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কার্যালয়ে বীরমুক্তিযোদ্ধাদের মাঝে কোর্ট পিন ও লাঠি বিতরণ করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এছাড়াও শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল প্রাঙ্গণ ও সংসদ সদস্যের বাসভবন প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দুপুরে জিকে ফাউন্ডেশন প্রাঙ্গণে অসহায়দের মাঝে খাবার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com