রবিবার, ১৯ মে ২০২৪, ১০:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচন বর্জনে স্বেচ্ছাসেবকদল নেতার স্ট্যাটাস মৌলভীবাজারে দুই জনের মৃত্যুদন্ড আড়াই বছর পর বিজয়ী হলেন নির্বাচনে পরাজিত প্রার্থী দুঃখে বুক ফেটে যাচ্ছে, যার যায় সেই বোঝে’ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মৎস্যজীবী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত কয়রায় পথচারি ও ভ্যান চালকদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরন চরফ্যাশনে মেঘনা নদীর তীরে মাটি কাটায় অর্থদণ্ড সোনাগাজীতে সিএনজি অটোরিকশা উল্টে চালক নিহত বাগআঁচড়া নাভারণ ও বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নে মহান মে দিবস পালিত নজরুল বিশ্ববিদ্যালয়ে অভিযোগ প্রতিকার ও নিষ্পত্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ১০ জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ১০ জুয়াড়ি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি : রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে নগদ অর্থ  ও তাসসহ ১০ জুয়াড়িকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার দিবাগত রাত সাড়ে ১১টায় রাজপাড়া থানার বহরমপুর মোড়ে একটি ইন্টারনেটের অফিস থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃত আসামিরা হলেন, রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার দাশপুকুরের মৃত আনোয়ারের ছেলে মামুনুর রশীদ (৪২), মৃত লুৎফর মন্ডলের ছেলে শিওন (২৮), নাজিম উদ্দিনের ছেলে মিনারুল ইসলাম, মমিনের ছেলে মো: আমিনুল ইসলাম শান্ত (২৬), নজরুল ইসলামের ছেলে মো: মনিরুল ইসলাম নয়ন (৩৬), নওশাদের ছেলে মো: রুমন (১৭), একই থানার বহরমপুর অচিনতলার মো: হাসান আলীর ছেলে মো: তুহিন (৩৬), মৃত তমির উদ্দিন কালুর ছেলে মো: মানিক (৪০), মো: আবু সাঈদের ছেলে মো: ছায়েম আহম্মেদ শুভ (২০) ও বহরমপুর ব্যাংক কলোনীর মৃত আনিছুর রহমানের ছেলে মো: আশরাফুল ইসলাম (৩৮)।

জিনসিং -Q যৌন শক্তি বৃদ্ধি করে

আরো দেখতে ক্লিক করুন –  https://arogyahomeohall.xyz/

জানা যায়, গতকাল শনিবার রাত ১১টার দিকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আল মামুনের সার্বিক তত্ত¡াবধানে  পুলিশ পরিদর্শক মো: তৌহিদুর রহমানের নেতৃত্বে এসআই মিঠুন সরকার ও তার টিম রাজশাহী মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিল। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজপাড়া থানার বহরমপুর মোড়ে একটি ইন্টারনেটের অফিস কক্ষে কতিপয় জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে এবং হট্টগল করে জনসাধারণের বিরক্তি সৃষ্টি করছে।

উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ওই টিম লাবীব ইন্টারনেটের অফিস কক্ষে অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় ১০ জনকে আটক করে। এসময় আসামিদের দখল হতে তাস ও নগদ অর্থ উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় জুয়া আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আরএমপি’র পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদারের নির্দেশনায় রাজশাহী মহানগরীকে অপরাধ মুক্ত ও মাদক, জুয়া, চোরাচালান নির্মূল করার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com