শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৭ পূর্বাহ্ন

অবরোধেও রাজধানীতে গাড়ি চালানোর ঘোষণা

অবরোধেও রাজধানীতে গাড়ি চালানোর ঘোষণা

বিএনপি-জামায়াতের ৪৮ ঘণ্টার অবরোধ আগামীকাল রবিবার (৫ নভেম্বর) থেকে শুরু হচ্ছে। অবরোধে রাজধানীতে গণপরিবহন চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পরিবহন মালিক সমিতি। একই সঙ্গে ট্রেন ও লঞ্চ চলাচল করবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শনিবার (৪ নভেম্বর) ঢাকা মহানগর সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক সামদানী খন্দকার সংবাদমাধ্যমকে বলেন, ‘আগের মতোই গাড়ি চলাচল করবে। অবরোধে কোনো গাড়ি বন্ধ থাকবে না।’

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) জনসংযোগ কর্মকর্তা হিটলার বল বলেন, ‘অবরোধে বিআরটিসির বাস চলাচল করবে।’

কমলাপুর রেলস্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন বলেন, ‘অবরোধে ট্রেনের কোনো সময়সূচি পরিবর্তন হবে না। ট্রেন সময় মতো চলবে।’

লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, ‘লঞ্চ চলাচল যাত্রীর ওপর নির্ভর করবে। তবে বন্ধ থাকবে না।’

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com