বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১১:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শিবগঞ্জের শাহাবাজ পুর ইউনিয়নে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ব্যস্ততার পরিবর্তে অস্তিত্ব টেকানোর লড়াইয়ে মৃৎশিল্পীদের তৈরি বিভিন্ন পণ্য আটপাড়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ আটপাড়ায় উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী আলী খানের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন ফুলছড়িতে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে স্বর্ণের খোঁজে দিনরাত ইটভাটার মাটি খুঁড়াখুঁড়ি গোদাগাড়ীতে চাঁদাবাজি মামলায় দুই যুবক গ্রেপ্তার নয়ন খানকে ভাইস চেয়ারম্যান হিসাবে দেখতে চায় শিবগঞ্জ উপজেলাবাসী ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে উপজেলা পরিষদ নির্বাচনে মাঠে নেমেছেন সম্ভাব্য প্রার্থীরা ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা
গাজীপুর-৩ আসনে আওয়ামী-লীগ এর নির্বাচনী জনসভা

গাজীপুর-৩ আসনে আওয়ামী-লীগ এর নির্বাচনী জনসভা

 

রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি)

গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলায় ভবানীপুর এ মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজ মাঠে ৩ জানুয়ারি(বুধবার) বিকেলে গাজীপুর-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপিকা রোমান আলী টুসির নির্বাচনী এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগের আহবায়াক ও গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রিনা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী অধ্যাপিকা রুমানা আলী টুসি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়।

সভায় আরও বক্তব্য রাখেন,শ্রীপুর উপজেলার চেয়ারম্যান শামসুল আলম প্রধান, শ্রীপুর পৌর মেয়র আনিসুর রহমান,সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল, কেন্দ্রীয় নেতা রিয়াজ বাবু, মাওনা ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন,গাজীপুর সদর উপজেলা যুবলীগ এর সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মোহাম্মদ সিরাজুল হক, গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক নাসির মোড়ল,গাজীপুর জেলা ছাত্রলীগ এর সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন সহ আরো অনেকে।

অধ্যাপিকা রুমানা আলী টুসি বলেন- গাজীপুর সদর এলাকার এটা আমার শেষ জনসভায় আপনাদের সকলের কাছে ভোট প্রার্থনা করছি। আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারা অভ্যাহত রাখতে নৌকার বিকল্প অন্য কিছু নেই এবং গাজীপুর সদর উপজেলার দীর্ঘদিনের গ্যাজেটভুক্ত জমির সমস্যার সমাধানের ও প্রতিশ্রুতি দেন।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com