সোমবার, ২০ মে ২০২৪, ০৯:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ার দখলে টিটো-মোশারুলের লড়াই, কার পক্ষ নেবে আ’লীগ আটপাড়ায় প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত কয়রার বাগালী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা ঠাকুরগাঁওয়ের মাদারগঞ্জ গরু হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ ঠাকুরগাঁওয়ে রংপুর বিভাগীয় কমিশনার জাকির হোসেনের সাথে মতবিনিময় সভা প্রতারণার নতুন কৌশল ঠাকুরগাওয়ে মসজিদ, মাদ্রাসা সহ পাকাবসতবাড়ী নির্মাণের নামে কোটি কোটি টাকার প্রতারণা আটপাড়ায় খুদে শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও এম. সাজ্জাদুল অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে জেলা পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল ঠাকুরগাঁওয়ে বক্ষব্যাধি ক্লিনিকের এক্সরে মেশিনটি প্রায় ১৫ বছর ধরে নষ্ট হয়ে পড়ে রয়েছে, আর অন্যদিকে চিকিৎসক সংকট ফরিদপুরে গরমে বেড়েছে তাল শাঁসের বিক্রি
মৌলভীবাজারে এমপির উদ্যোগে দুধ-ডিম স্বল্পমূল্যে মাসব্যাপী কার্যক্রম

মৌলভীবাজারে এমপির উদ্যোগে দুধ-ডিম স্বল্পমূল্যে মাসব্যাপী কার্যক্রম

 

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার ও রাজনগর উপজেলার ৮টি পয়েন্টে সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমানের উদ্যোগে স্বল্পমূল্যে দুধ-ডিম কার্যক্রম শুরু হয়েছে। প্রতি হালি ডিম ৩৮ টাকা ও দুধ ৮০ টাকা লিটার প্রতি দামে পুরো রমজান মাস জুড়ে বিক্রয় কার্যক্রম চলবে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) মৌলভীবাজার শহরের শাহ্ মোস্তফা সড়কের স্টলে এ কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান। পরে তিনি শহরের পশ্চিম বাজার এলাকার আরও দুটি বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন। এই কার্যক্রমের সার্বিক সহযোগিতায় জেলা প্রাণিসম্পদ দপ্তর ও জনতা এগ্রো প্রজেক্ট। পবিত্র রমজান মাস উপলক্ষে নিম্ন আয়ের মানুষের প্রোটিন ও পুষ্টির চাহিদা পূরণে মৌলভীবাজার সদর ও রাজনগরের ৮টি স্থানে সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমানের উদ্যোগে স্বল্পমূল্যে দুধ-ডিম বিক্রি করা হচ্ছে। ফার্মের মুরগির ডিম প্রতি হালি ৩৮ টাকা, ছোট ডিম ৩০ টাকা এবং হাঁসের ডিম ৬০ টাকা হালি বিক্রি হচ্ছে। মিল্ক ভিটার দুধ প্রতি লিটার বিক্রি করা হচ্ছে ৮০ টাকা।

শহরের পশ্চিমবাজারের স্টলে আসা ক্রেতা রফিক বলেন, এই রমজানে বাজারে দ্রব্ মূল্যের উদ্ধগতিতে জীবনযাত্রা বেগতিক একহালি ডিমের দাম ৪২ টাকা আর দুধ তো ৯০ টাকার নিচে নেই। আমাদের সংসদ সদস্য এই উদ্যোগ নিয়েছেন যার কারণে আমরা কিছুটা হলেও কমদামে ডিম দুধ ক্রয় করতে পারছি। এজন্য উনাকে ধন্যবাদ জানাই।
বিক্রেতা জনতা এগ্ৰো প্রজেক্টের এমডি শেখ মাহমুদুল হাসান বলেন, এখন পবিত্র রমজান মাস চলছে। এই মাসে যাতে মানুষ ন্যায্যমূলে ডিম ও দুধ ক্রয় করতে পারে সেই জন্য আমাদের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান যোগাযোগ করেন, কিভাবে স্বল্পমূল্যে এই কার্যক্রম পরিচালনা করা যায়। তার অনুপ্রেরণায় আমরা এগিয়ে আসি। আমরা মুনাফা ছাড়াই মাসব্যাপী আমাদের স্বল্পমূলে এই বিক্রয় কার্যক্রম পরিচালনা করবো।

মৌলভীবাজার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আশরাফুল আলম খান বলেন, রাজধানী ঢাকার বাহিরে এই প্রথম এ ধরণের কোন কার্যক্রম শুরু হয়েছে। সংসদ সদস্যের উদ্যোগে এই কার্যক্রম মাসব্যাপী চলবে। এতে করে সাধারণ মানুষ ন্যায্যমূল্যে ডিম ও দুধ ক্রয় করতে পারবেন।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com