শুক্রবার, ১০ মে ২০২৪, ০৬:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
দুঃখে বুক ফেটে যাচ্ছে, যার যায় সেই বোঝে’ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মৎস্যজীবী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত কয়রায় পথচারি ও ভ্যান চালকদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরন চরফ্যাশনে মেঘনা নদীর তীরে মাটি কাটায় অর্থদণ্ড সোনাগাজীতে সিএনজি অটোরিকশা উল্টে চালক নিহত বাগআঁচড়া নাভারণ ও বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নে মহান মে দিবস পালিত নজরুল বিশ্ববিদ্যালয়ে অভিযোগ প্রতিকার ও নিষ্পত্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন শ্রীমঙ্গলে এক কিশোরকে কুপিয়ে জখম শিবগঞ্জের শাহাবাজ পুর ইউনিয়নে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ব্যস্ততার পরিবর্তে অস্তিত্ব টেকানোর লড়াইয়ে মৃৎশিল্পীদের তৈরি বিভিন্ন পণ্য
দেশের উন্নয়নে ধারাবাহিকতায় কোন ছাড় নয়, আপনাদের সহযোগিতায় পাশে আছে সরকার

দেশের উন্নয়নে ধারাবাহিকতায় কোন ছাড় নয়, আপনাদের সহযোগিতায় পাশে আছে সরকার

 

এস এম রওনক, কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপর ইউনিয়নের রায়টা, আরকান্দি, মাধবপুর ও গোসাইপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ৫০০ পানচাষী কৃষক পরিবারের মধ্যে ঈদ উপহার, খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া ৩ সদর আসনের সাংসদ ও বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব মোঃ মাহাবুব উল আলম হানিফ এমপি মহদয় ক্ষতিগ্রস্ত পরিবারের উদ্দেশ্য বলেন আপনাদের সুসময় ও দুঃসময় উভয় সময়ে সরকার পাশে আছে, দেশরত্ন শেখ হাসিনার দিক নির্দেশনায় দেশ আজ উন্নত এ উন্নয়নে ধারাবাহিকতায় কোন ছাড় নয় আপনাদের এই ক্ষতিকে আমরা নিছক দুর্ঘটনা হিসেবে নিচ্ছিনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর পেছনের কারণ উদঘাটন করা হবে

আজ সকালে বাহাদুরপুর ইউনিয়নের মাধবপুরে গত ১০ ই মার্চ ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে ও
কুষ্টিয়া জেলা প্রশাসক এহেতেশাম রেজার সভাপতিত্বে রায়টা , আড়কান্দী, মাধবপুর ও গোসাইপাড়া এলাকার ক্ষতিগ্রস্থদের ঈদ উপহার খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মহসিন আল মুরাদ, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠু, মিরপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু্ল কাশেম জোয়ার্দার, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল আলম চুনু, ভেড়ামারা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব আলম জাকারিয়া টিপু, ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম, কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শামীম আহম্মেদ, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান সোহেল রানা পবন প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্য জনাব মোঃ কামরুল আরেফিন বলেন, দূর্ঘটনার দিন ঘটনার সঙ্গে সঙ্গে আপনার পাশে এসে দাঁড়িয়ে দেখেছি কি নির্মমভাবে আগুনের লেলিহান শিখায় আপনার স্বপ্নের ফসল পুড়ে যাচ্ছে, উপজেলা প্রশাসন ও ভেড়ামারা, মিরপুর, কুষ্টিয়া ফায়ার সার্ভিস সহ স্থানীয় চেয়ারম্যান পবনকে সাথে নিয়ে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করেছি, আপনাদের এই দুঃসময়ে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই তবে চিন্তা করবেন না ভেঙ্গে পড়বেন না সাবলম্বী হতে পুনরায় চেষ্টা করুন, কুষ্টিয়া জেলা প্রশাসন, ভেড়ামারা উপজেলা প্রশাসন সহ আমরা আমাদের পাশে আছি যেকোন প্রয়োজনে আপনাদের পাশে থাকব

এই সময় প্রধান অতিথির বক্তব্যে মাহাবুব উল আলম হানিফ সাহেব বলেন, বেশ কয়েকটি ব্যাংকের সাথে আমাদের আলাপ হয়েছে তারা আপনাদের ৪% সুদে ঋণ দিবে এবং যারা বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়েছে তাদের মধ্যে যারা কিস্তি পরিশোধ করতে কষ্ট হয় তাদের আগামী ছয় মাস কিস্তি না নিতে এনজিওদের আহ্বান জানান,
সেই সাথে যে সকল জমি মালিকগণ তাদের বাৎসরিক খাজনা বেশি দেওয়ার জন্য ক্ষতিগ্রস্থদের চাপ দিচ্ছিলেন তাদের হুঁশিয়ারি দিয়ে বলেন আপনারা একটু মানবিক হন আগামী এক বছর কোন খাজনা বাড়াতে পারবেন না, কারো বিরুদ্ধে অভিযোগ পেলে তাৎক্ষণিক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন,

বক্তব্য শেষে ক্ষতিগ্রস্ত প্রায় ৮৬০ জন পরিবারের মধ্যে ৫০০ পরিবারে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com