শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৬:১৭ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় লঘুচাপ হতে পারে, ঝরতে পারে বৃষ্টিও

২৪ ঘণ্টায় লঘুচাপ হতে পারে, ঝরতে পারে বৃষ্টিও

মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপ তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী পাঁচ দিনই সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা থাকার কথাও জানিয়েছে তারা।

আজ শুক্রবার সকাল ৯টায় দেওয়া পূর্বাভাসে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে এসব কথা বলা হয়েছে।

অধিদপ্তর বলছে, মৌসুমি বায়ু পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসা পর্যন্ত সক্রিয় রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় আছে। এতে পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় ও দক্ষিণ-পশ্চিম বাংলাদেশে আগামী ২৪ ঘণ্টায় লঘুচাপ তৈরি হতে পারে। সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর এবং নদী বন্দরগুলোতে ১ নম্বর সতর্কবার্তা দেখানো হয়েছে।

এ ছাড়া আজ ও আগামীকাল শনিবার দেশের আট বিভাগের বেশির ভাগ জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে সোমবারে রংপুর, ময়মনসিংহ ও সিলেটের বেশির ভাগ জায়গায় বৃষ্টির কথা বলা হয়েছে। অন্য বিভাগের কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দিন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

গতকাল ২৪ ঘণ্টায় মানিকগঞ্জের আরিচায় সর্বোচ্চ ৭২ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com