মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৫:১৯ অপরাহ্ন

মাগুরার সেই ৮ বছরের শিশু সিএমএইচে

মাগুরার সেই ৮ বছরের শিশু সিএমএইচে

অল নিউজ এজেন্সী ডেস্ক : মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে ধর্ষণের শিকার ৮ বছরের শিশুটির অবস্থা ‘ক্রিটিক্যাল’ হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাপাতাল থেকে স্থানান্তরিত করে সিএমএইচে নেয়া হয়েছে। শিশুটি এখনো আগের মতোই অচেতন অবস্থাতেই রয়েছে। এর আগে অবস্থার আরো অবনতি হওয়ায় ভেন্টিলেশনে রাখা হয়েছে। শিশুটির উন্নত চিকিৎসার জন্য ৪ সদস্যর একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো.আসাদুজ্জামান।

শনিবার দুপুরে ঢামেকে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান।

ঢামেক পরিচালক বলেছেন ,শিশুটির পরিস্থিতি অবনতির দিকে যাওয়ায় তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। তবে চিকিৎসকরা শিশুটির ব্যাপারে আশাবাদী নন। মেডিকেল বোর্ড বসে শিশুটির চিকিৎসার পরবর্তী সিদ্ধান্ত নিবেন। শিশুটির চিকিৎসা ফ্রি করা হবে বলেও জানান পরিচালক।

এদিকে ঢামেকের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে ( পিআইসিইউ) চিকিৎসাধীন শিশুটিকে শুক্রবার রাতে সাড়ে ৯টায় লাইফ সার্পোট দেয়া হয়। তাকে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে শিশুটিকে পিআইসিইউতে নেওয়া হয়।

ডেস্ক/এমএস

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com