সোমবার, ১২ মে ২০২৫, ০৪:০৯ পূর্বাহ্ন

অবিলম্বে আ. লীগকে নিষিদ্ধ করতে হবে : আখতার

অবিলম্বে আ. লীগকে নিষিদ্ধ করতে হবে : আখতার

অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। আজ শনিবার (১০ মে) বিকেলে শাহবাগ মোড়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবির গণজমায়াতে তিনি এ দাবি জানান।

এ সময় আখতার বলেন, ‘বাংলাদেশের জনগণ ৫ আগস্ট সমর্থন দিয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না।

অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।’

আখতার বলেন, ‘বাংলাদেশে যারা মানবতাবিরোধী অপরাধ করেছে, সেই আওয়ামী লীগের আর রাজনীতি করার অধিকার নেই। শুধু মানবতাবিরোধী অপরাধ নয়, আওয়ামী লীগ বাংলাদেশের একটি ফ্যাসিবাদী শক্তি। আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল এ কথা বলে যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করা হয়, সেটি জুলাইয়ের জনতা কোনোভাবেই মেনে নেবে না।

’তিনি আরো বলেন, ‘আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচিত করে আইনের আওতায় আনতে হবে। এ ছাড়া জুলাই প্লোক্লেমেশন জারি করতে হবে। যদি এ সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে টালবাহানা করে, তাহলে দেশের জনগণ তা মেনে নেবে না।’

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com