সোমবার, ১২ মে ২০২৫, ০১:২২ পূর্বাহ্ন
রবিবার (১২ মে) বিকেলে জামায়াতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর শাহাদাত বার্ষিকী উপলক্ষে পাবনার সাঁথিয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘অনেকেই যেনতেন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। বাংলাদেশে আর কোনো ভোট ডাকাতি এবং যেনতেন নির্বাচন হতে দেওয়া হবে না। অন্তর্বর্তী সরকারকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে হবে। তার আগে সব গণহত্যার বিচার করতে হবে।
তিনি আরো বলেন, ‘যুদ্ধাপরাধের বিচারের নামে যাদের শহীদ করা হয়েছে তাদের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব কর্মকর্তা, সাক্ষী ও বিচারপতিদের বিচার করতে হবে।’
মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল, দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদী প্রমুখ।