সোমবার, ১২ মে ২০২৫, ০১:২২ পূর্বাহ্ন

আর কোনো ফ্যাসিস্ট প্রতিষ্ঠিত হতে দেব না : রফিকুল ইসলাম খান

আর কোনো ফ্যাসিস্ট প্রতিষ্ঠিত হতে দেব না : রফিকুল ইসলাম খান

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ‘যারা ফ্যাসিবাদের সঙ্গে দস্তি বা বন্ধুত্ব করবেন, তাদেরও একই কাতারে দেখবে বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষ আর কোনো ফ্যাসিবাদী কায়েম হতে দেবে না। আমরা আর কোনো ফ্যাসিস্ট প্রতিষ্ঠিত হতে দেব না।’

রবিবার (১২ মে) বিকেলে জামায়াতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর শাহাদাত বার্ষিকী উপলক্ষে পাবনার সাঁথিয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘অনেকেই যেনতেন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। বাংলাদেশে আর কোনো ভোট ডাকাতি এবং যেনতেন নির্বাচন হতে দেওয়া হবে না। অন্তর্বর্তী সরকারকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে হবে। তার আগে সব গণহত্যার বিচার করতে হবে।

সব গণহত্যাকারীকে ফাঁসির মঞ্চে ঝোলাতে হবে।’ 

তিনি আরো বলেন, ‘যুদ্ধাপরাধের বিচারের নামে যাদের শহীদ করা হয়েছে তাদের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব কর্মকর্তা, সাক্ষী ও বিচারপতিদের বিচার করতে হবে।’

মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল, দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদী প্রমুখ।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com