বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

ইনবক্সে কুপ্রস্তাব দেয়ায় পুলিশের নাম্বার দিলেন পিয়া

ইনবক্সে কুপ্রস্তাব দেয়ায় পুলিশের নাম্বার দিলেন পিয়া

বিনোদন ডেস্ক : তথ্যপ্রযুক্তির এই যুগে সেলিব্রেটিরা তার ভক্তদের সঙ্গে সরাসরি যুক্ত থাকতে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত নিজেদের মতামত এবং ছবি প্রকাশ করে থাকেন। সে সব ছবিতে বিভিন্ন মন্তব্য করেন ভক্ত-অনুরাগীরা। এবার মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুলকে সরাসরি ইনবক্সে কুপ্রস্তাব দিলেন একজন নেটিজেন।

ওই ব্যক্তি অভিনেত্রীর ইনবক্সে প্রেমের প্রস্তাব দিয়েছেন। যা স্বাভাবিকভাবে নেননি পিয়া। ইনবক্সে পাঠানো বার্তার স্ক্রিন শর্ট নিজের ফেসবুকে প্রকাশ করেছেন। ওই পোস্টে দেখা গেছে, অজ্ঞাত ব্যক্তি অভিনেত্রীর কাছে তার ফোন নাম্বার দাবি করেছেন। তার এমন দাবির প্রেক্ষিতে পিয়া পুলিশের নাম্বার পাঠিয়েছেন।

পিয়ার ফেসবুকে শেয়ার করা পোস্টে দেখা গেছে ওই ব্যক্তি অভিনেত্রীকে বলছেন, ‘আমি কোনো বেঈমান অথবা বাজে ছেলে নই। আমি দীর্ঘদিন থেকে আপনার প্রতি খুব বেশি দুর্বল এবং আপনার এক অন্ধভক্ত। প্রেমিক বন্ধু আমাকে ফিরিয়ে দিবেন না।’

এরপর তিনি লিখেছেন, ‘আমার কলিজা থেকে বলছি চিরদিনের জন্য আপনার আর আমার মধ্যে ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চাই। আপনি আমি ছাড়া আমাদের গভীর প্রেমের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পৃথিবীর কেউ জানবে না। আল্লাহর কসম। প্রতিটি মুহূর্ত আপনার দিকে তাকিয়ে আছি আশা করি বিশ্বাস করবেন।’

সবশেষে পিয়ার নাম্বার চেয়ে লিখেছেন, ‘দয়া করে আপনার ফোন নাম্বার হটসঅ্যাপ নাম্বার দিন প্লিজ।’ এসব মেসেজের বিপরীতে অভিনেত্রী কোনো জাবাব দেননি। শুধু শেষের মেসেজটার পর গুলশান থানার নম্বর প্রদান করেছেন।

পিয়ার পোস্টের মন্তব্যের ঘরে নানা মন্তব্য করেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘সব দুর্বলরা এভাবে ম্যাসেজ দিলে আপনার ইনবক্সে তো বন্যা হয়ে যাবে।’ অন্য একজন লিখেছেন, ‘দিতেন একটু ভালোবাসা তাতে কী হতো আপনার? সুন্দরকে একজন ভালোবাসাতেই পারে।

ডেস্ক/এমএস

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY