বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: “মাদক নয়, হোক জীবনের জয়’’ এই প্রতিপাদ্যে- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদকবিরোধী ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে উপজেলার কানসাট ইউনিয়নের আব্বাস বাজারে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ৫৮-৭১ পয়েন্টে গোমস্তাপুর উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শিবগঞ্জ উপজেলা দল। খেলায় ৫টি দল অংশগ্রহণ করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়েরর উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার।
এ সময় তিনি বলেন, যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। সুস্থ ও সুন্দর জীবন গড়তে তরুণদের মাঠে ফিরে আসতে হবে।
এদিকে মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের সাথে সাথে সাধারণ মানুষসহ অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান জানান চৌধুরী ইমরুল হাসান। এতে আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আব্দুল মবিন, সহকারী অধ্যাপক মাসুম ও টমাস মাষ্টারসহ অন্যরা।
ডেস্ক/এমএস