বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

শিবগঞ্জে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত

শিবগঞ্জে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিবাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ পালিত হয়েছে। শনিবার (১ লা নভেম্বর) শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় অফিসার মাহবুব আরিফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজাহার আলী

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শাহিন আকতার, যুব উন্নয়ন অফিসার আব্দ্যুৎ তোয়াব, শিবগঞ্জ ইউসিসিএ লিঃ এর সভাপতি সাব্বির আহম্মেদ, শিবগঞ্জ ইউবিসিসিএ লিঃ এর সভাপতি, মোঃ টিপু সুলতান প্রমূখ।

প্রধান অতিথি বলেন, সমবায় আন্দোলনকে টেকসই রূপ দিতে কৃষি ও অন্যান্য উৎপাদনশীল খাতে বিনিয়োগসহ উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ ও পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা খুবই জরুরি। পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তির নিশ্চয়তার পাশাপাশি সমবায়ী প্রতিষ্ঠানকে হতে হবে জনমুখি। এছাড়াও সমবায়ী প্রতিষ্ঠানগুলোর প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতাও নিশ্চিত করতে হবে। তাহলেই সমবায় ভাবনার আলোকে সকল ধরনের বৈষম্য দূর করে দেশ এগিয়ে যাবে সমৃদ্ধির দিকে।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY