বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

ভারতীয় রুপির রেকর্ড দরপতন

ভারতীয় রুপির রেকর্ড দরপতন

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন-ভারত বাণিজ্য আলোচনায় দীর্ঘস্থায়ী অচলাবস্থা এবং বন্ড বাজার থেকে বিদেশি বিনিয়োগ অব্যাহতভাবে বেরিয়ে যাওয়ায় সোমবার ভারতীয় রুপি রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। মার্কিন ডলারের বিপরীতে রুপির দাম ০.৩ শতাংশ কমে ৯০.৭৪-এ দাঁড়ায়, যা ১২ ডিসেম্বরের আগের সর্বকালের সর্বনিম্ন ৯০.৫৫-কে ছাড়িয়ে গেছে।

ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ দেশটির বৃহত্তম রপ্তানি বাজারে আঘাত হেনেছে। এতে বিদেশি বিনিয়োগকারীদের কাছে ভারতীয় ইকুইটির আকর্ষণ কমেছে।

দেশটিতে ২০২৫ সালে এখন পর্যন্ত বিদেশি বিনিয়োগকারীরা ১৮ বিলিয়ন ডলারের বেশি মূল্যের ভারতীয় শেয়ার বিক্রি করেছেন, যা ভারতকে পোর্টফোলিও বহির্গমনের দিক থেকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত বাজারগুলোর একটি করে তুলেছে। ডিসেম্বর মাসে ৫০০ মিলিয়ন ডলারের বেশি বন্ডও বিক্রি হয়েছে।

অর্থনীতিবিদদের ধারণা- দেশটির পণ্য বাণিজ্য ঘাটতি ৩২ বিলিয়ন ডলারে নামতে পারে, যা অক্টোবরে রেকর্ড ৪১ বিলিয়ন ডলার ছিল। এদিকে ব্লুমবার্গ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে চলতি বছরের শেষ নাগাদ বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনাও কম।

অর্থনীতিবিদ ফিনরেক্স ট্রেজারি অ্যাডভাইজার্সের ট্রেজারি প্রধান অনিল বানসালির মতে, রুপির পরবর্তী সমর্থন স্তর ৯০.৮০; এরপর ৯১ থেকে ৯২ পর্যন্ত যাওয়ার ঝুঁকি রয়েছে।

তিনি বলেন, আরবিআই বাজারকে মূল্য নির্ধারণের জন্য ছেড়ে দিয়েছে এবং কেবল অতিরিক্ত অস্থিরতা নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করছে।

প্রসঙ্গত, ৫ ডিসেম্বর পর্যন্ত ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৬৮৭ দমশিক ৩ বিলিয়ন ডলার, যা সেপ্টেম্বরের শুরুতে বছরের সর্বোচ্চ ৭০৩ বিলিয়ন ডলার ছিল।

ডেস্ক/এমএস

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY