বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

কারামুক্ত জুলাই কন্যা সুরভী

কারামুক্ত জুলাই কন্যা সুরভী

অল নিউজ এজেন্সী ডেস্ক: অবশেষে কারামুক্ত হলেন আলোচিত জুলাই ‍যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী। সোমবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তিনি গাজীপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

বিষয়টি নিশ্চিত করেছেন, সুরভীর আইনজীবী ও গাজীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কামাল।

তিনি জানান, দুপুরে আদালতের দেয়া দুই দিনের রিমান্ড আবেদনের বিরুদ্ধে আমরা দায়রা জজ আদালতে রিভিশন দায়ের করি। পরে আদালতের বিচারক শুনানি শেষে বয়স ও অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে দুইদিনের রিমান্ড আদেশ বাতিল করেন এবং আমার জিম্মায় আসামির চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন।

এরআগে জুলাই গণঅভ্যুত্থানে অবিস্মরণীয় ভূমিকা পালনকারী ১৭ বছরের কিশোরী তাহরিমা জান্নাত সুরভির বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের ও তদন্ত ছাড়াই তাকে রিমাণ্ডে পাঠানোর ঘটনায় দেশব্যাপী ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিভিন্ন মহলের ব্যাপক ক্ষোভের পর সন্ধ্যায় আদালত তার জামিন মঞ্জুর করেন।

সুরভীর বিরুদ্ধে দায়ের করা মামলাটিকে মিথ্যা ও প্রতারনামূলক দাবি করে সুরভীকে জামিন দেওয়ার আহ্বান জানান জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন সংগঠন। পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টার নাম ভাঙিয়ে প্রতারনার দায়ে মামলার বাদি প্রতারক নাইমুর রহমান দূর্জয় ও তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা নেওয়ার দাবি ওঠেছে বিভিন্ন মহল থেকে।

সুরভীর প্রতি অবিচার করা হয়েছে উল্লেখ করে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, তিনি (সুরভী) ন্যায় বিচার পাবেন।

ডেস্ক/এমএস

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY