সোমবার, ২০ মে ২০২৪, ০৫:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ার দখলে টিটো-মোশারুলের লড়াই, কার পক্ষ নেবে আ’লীগ আটপাড়ায় প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত কয়রার বাগালী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা ঠাকুরগাঁওয়ের মাদারগঞ্জ গরু হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ ঠাকুরগাঁওয়ে রংপুর বিভাগীয় কমিশনার জাকির হোসেনের সাথে মতবিনিময় সভা প্রতারণার নতুন কৌশল ঠাকুরগাওয়ে মসজিদ, মাদ্রাসা সহ পাকাবসতবাড়ী নির্মাণের নামে কোটি কোটি টাকার প্রতারণা আটপাড়ায় খুদে শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও এম. সাজ্জাদুল অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে জেলা পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল ঠাকুরগাঁওয়ে বক্ষব্যাধি ক্লিনিকের এক্সরে মেশিনটি প্রায় ১৫ বছর ধরে নষ্ট হয়ে পড়ে রয়েছে, আর অন্যদিকে চিকিৎসক সংকট ফরিদপুরে গরমে বেড়েছে তাল শাঁসের বিক্রি
জামালপুরে বন্যা পরিস্থিতি : পানিতে ডুবে মৃত ২, নিখোঁজ ১

জামালপুরে বন্যা পরিস্থিতি : পানিতে ডুবে মৃত ২, নিখোঁজ ১

নিউজ ডেস্ক :
জামালপুরে পানি কমতে শুরু করায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে পানি কমলেও যমুনা নদীর পানি এখনো বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে।

এদিকে বন্যার পানিতে গোসল করতে নেমে দুইজন নিখোঁজ হয়। এর মধ্যে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে অন্যজন এখনো নিখোঁজ। এছাড়াও বকশীগঞ্জে বন্যার পানিতে ডুবে এক মৃগী রোগীর মৃত্যু হয়েছে।

জামালপুরে টানা পাঁচদিন ধরে যমুনা-ব্রহ্মপুত্র, জিঞ্জিরামসহ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকার পর দুদিন থেকে তা কমতে শুরু করায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে।

গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি ২৩ সেন্টিমিটার কমে বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বন্যার পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় যমুনা ও ব্রহ্মপুত্র নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলো এখনো বন্যা প্লাবিত রয়েছে। বিস্তীর্ণ এলাকায় পানি জমে থাকায় এখানো বাড়ি ফিরতে পারেনি বন্যা কবলিতরা। বন্যার পানিতে তলিয়ে আছে ফসলি জমি, আঞ্চলিক সড়কসহ বেশি কিছু শিক্ষা প্রতিষ্ঠান।
এদিকে শুক্রবার জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের বলিদাপাড়া গ্রামে খোদু আকন্দের মেয়ে ইরশেদা (১১) ও একই গ্রামের ছানোয়ার হোসেন আকন্দের মেয়ে শায়লা (১২) বন্যার পানিতে গোসল করতে গিয়ে স্রোতে ভেসে যায়। খবর পেয়ে ইসলামপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের উদ্ধারে নামেন। পরে ডুবুরি দল ইরশেদার মৃতদেহ উদ্ধার করলেও শায়লা এখনো নিখোঁজ রয়েছে।

অপরদিকে বকশীগঞ্জ উপজেলায় বকশীগঞ্জ উপজেলায় বন্যার পানিতে ডুবে অহেদ আলী (৫৫) নামে এক মৃগী রোগীর মৃত্যু হয়েছে। সে সাধুরপাড়া ইউনিয়নের বাঙ্গালপাড়া গ্রামে মৃত হাফেজ উদ্দিনের ছেলে।

 

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com