সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৮:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নেত্রকোনার পানি কমলেও শিশু-গো খাদ্যের সংকট চরমে

নেত্রকোনার পানি কমলেও শিশু-গো খাদ্যের সংকট চরমে

নিউজ ডেস্ক :

নেত্রকোনার মদনে হাওড় এলাকার পানি কিছুটা কমলেও বন্যায় পানিবন্দি মানুষের দিন দিন দুর্ভোগ বাড়ছে। শিশুদের খাবার, যোগাযোগ ব্যবস্থা ও গো-খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। এদিকে উপজেলার নদীগুলোতে পানি কমতে শুরু করলেও খুব বেশি কমেনি হাওড়ের পানি।

সরেজমিন উপজেলার পৌর সদরসহ বিভিন্ন ইউনিয়নে পানিবন্দি এলাকায় দেখা যায়, পানিবন্দি মানুষরা কেউ কেউ আশ্রয় নিয়েছেন বিভিন্ন সরকারি আশ্রয়ণ কেন্দ্রে। আবার কেউ চলে গেছেন আত্মীয়ের বাড়িতে।

বিশেষ করে রাস্তার পাশে ও আশ্রয়ণ কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষের মধ্যে দেখা দিচ্ছে বিশুদ্ধ পানি, শিশু খাদ্য এবং গৃহপালিত গবাদিপশুর মধ্যে খাদ্যের চরম সংকট। এ নিয়ে বন্যার্তরা বিপাকে পড়েছেন। কেউ কেউ গবাদিপশু আত্মীয়স্বজনদের বাড়িতে, কেউ রাস্তায় অস্থায়ী তাঁবু দিয়ে পশু রেখেছেন। কেউ আবার আশ্রয়ণ কেন্দ্রে গবাদিপশু নিয়ে গেছেন। রাস্তায় গবাদিপশু রাখা নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী পরিবার। তবে এসব গবাদিপশুর গো-খাদ্য নিয়ে চরম বিপাকে আছেন।

একদিকে আগাম বন্যায় এসব এলাকার কৃষকের বোরো ফসল আধা পাকা ধান কাটতে হয়েছে। ফলে গবাদিপশুর খড় আর আনা হয়নি। সামান্য কিছু আনা হলেও তাও বন্যায় নষ্ট হয়ে গেছে। সব মিলিয়ে চরম সংকটে পড়েছে গো-খাদ্য।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, পৌর সদরসহ উপজেলার ৮ ইউনিয়নে ৫১টি আশ্রয় কেন্দ্রে ৩ হাজার পরিবার ও বন্যায় ক্ষতিগ্রস্ত পানিবন্দি ৩০ পরিবারের মাঝে জিআর চাল সাড়ে ৬০ মেট্রিক টন, শুকনা খাবারের প্যাকেট ৮শ ও নগদ ৩ লাখ টাকা বিতরণ করা হয়েছে।

উপজেলার মাঘান, গোবিন্দশ্রী ইউনিয়নে খোঁজ নিয়ে জানা যায়, এই দুই ইউনিয়নের প্রায় ৮৫ শতাংশ মানুষের বাড়িতে পানি উঠেছে। মানুষ সরকারি আশ্রয় কেন্দ্রে উঠলেও গবাদিপশু নিয়ে পড়েছেন বিপাকে। গরু রাখার মতো কোনো জায়গা খোঁজে পাচ্ছেন না। গো খাদ্যেরও চরম সংকট দেখা দিয়েছে।

গোবিন্দশ্রী ইউপি চেয়ারম্যান মাইদুল ইসলাম খান মামুন বলেন, উপজেলার মধ্যে সব চেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার এ ইউনিয়নটি। যথেষ্ট পরিমাণে ত্রাণ পাচ্ছি। এরপরও চাহিদা রয়েছে শিশু খাদ্য ও গো-খাদ্যের। বিষয়টি নিয়ে ইউএনও স্যারের সঙ্গে কথা বলেছি। বরাদ্দ না থাকায় এসব পাচ্ছি না। আশা করছি সরকার অচিরেই বিষয়টির দিকে নজর দেবে।

উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ বলেন, উপজেলায় যথেষ্ট পরিমাণে ত্রাণ রয়েছে। তবে শিশুখাদ্য ও গো-খাদ্যের চাহিদা দেওয়া হয়েছে। আশা করছি ২-১ দিনের মধ্যেই চলে আসবে।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com