শনিবার, ১১ মে ২০২৪, ১২:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
দুঃখে বুক ফেটে যাচ্ছে, যার যায় সেই বোঝে’ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মৎস্যজীবী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত কয়রায় পথচারি ও ভ্যান চালকদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরন চরফ্যাশনে মেঘনা নদীর তীরে মাটি কাটায় অর্থদণ্ড সোনাগাজীতে সিএনজি অটোরিকশা উল্টে চালক নিহত বাগআঁচড়া নাভারণ ও বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নে মহান মে দিবস পালিত নজরুল বিশ্ববিদ্যালয়ে অভিযোগ প্রতিকার ও নিষ্পত্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন শ্রীমঙ্গলে এক কিশোরকে কুপিয়ে জখম শিবগঞ্জের শাহাবাজ পুর ইউনিয়নে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ব্যস্ততার পরিবর্তে অস্তিত্ব টেকানোর লড়াইয়ে মৃৎশিল্পীদের তৈরি বিভিন্ন পণ্য
প্রত্যন্ত গ্রামাঞ্চলেও চমকপ্রদ পদ্ধতিতে ইভিএম এর প্রচারণায় মাঠে নেমেছেন রিটার্নিং কর্মকর্তা মো:দেলোয়ার হোসেন

প্রত্যন্ত গ্রামাঞ্চলেও চমকপ্রদ পদ্ধতিতে ইভিএম এর প্রচারণায় মাঠে নেমেছেন রিটার্নিং কর্মকর্তা মো:দেলোয়ার হোসেন

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে ‘ভ্রান্ত’ ধারণা দূর করতে ব্যাপক প্রচারণায় মাধমে গম্ভীরা, লিফলেটসহ, শহর থেকে প্রত্যন্ত গ্রাম অঞ্চল এছাড়াও মসজিদ-মন্দিরেও প্রচার চালাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন।

বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে জনসচেতনতামূলক এই প্রচারের আয়োজন করে নির্বাচন কমিশন।

গম্ভীরার কথোপকথনের মাধ্যমে নানা সাইদুর রহমান ও নাতি খাবিরুদ্দিন তাদের আঞ্চলিক ভাষায় সকল ভোটারদের ইভিএমে ভোটদান পদ্ধতি হাতেনাতে শিখিয়ে দেন। এছাড়াও ইভিএমে ভোটদান পদ্ধতি সহজ এবং সময় কম লাগে বলে ভোটারদের জানান দিচ্ছেন।

এই সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন, সহকারী রিটার্নিং কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমানসহ অন্যরা।

তাছাড়া বিশেষ করে বিকেলে বাবুডাইং এর সাঁওতালপাড়া এলাকাসহ গ্রামের প্রত্যন্ত অঞ্চলগুলোতে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন নিজেই গিয়ে হ্যান্ডবিল ও ইভিএম সহজ পদ্ধতি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এসব বিষয় জানিয়ে পেরে জনসাধারণের মাঝে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছেন তিনি। সহকারী রিটার্নিং অফিসাররাও তার সাথে কাধে কাধ মিলিয়ে দিনব্যাপী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

প্রত্যন্ত অঞ্চলের জনসাধারণ জানান, ইভিএম মেশিন টা এত সহজ আগে জানতাম না,। আগে অনেকের মুখেই শুনতাম ভোট প্রদান খুব কঠিন কিন্তু এখন মনে হচ্ছে সহজেই ভোট দিতে পারবো, সময়ও লাগবেনা।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com