বুধবার, ৩১ মে ২০২৩, ১২:৩৭ পূর্বাহ্ন
গোলাম কবির, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :
স্টাফ রিপোর্টারঃ ভোলাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে ২০ জুন সোমবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গরিবুল্লাহ দবির, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শাহানাজ খাতুন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রেজওয়ানুল, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুলতান আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউসার আলম সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ভোলাহাট প্রেসক্লাব সভাপতি মোঃ গোলাম কবিরসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এ সময় বন্যা পূর্বাভাস, আশ্রয় কেন্দ্র নিশ্চিত করা, মহানন্দা নদীতে বাঁধ বিষয়ে সতর্ক থাকা, ত্রাণ মজুতসহ নানা বিষয়ে প্রস্তুত থাকার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। এদিকে সিলেটের বানভাসি অসহায় মানুষের জন্য সমবেদনা জ্ঞাপন করা হয়।