বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৩:৫২ অপরাহ্ন

বিনামূল্যে খেলা দেখতে যা করতে হবে

বিনামূল্যে খেলা দেখতে যা করতে হবে

নিউজ ডেস্ক :
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি টিভিতেও দেখা যায়নি।

আইসিসিটিভি ম্যাচটি সম্প্রচার করলেও দর্শকদের ২ ডলার খরচ করতে হয়েছে। এই টাকা দিয়ে আইসিসি টিভির সাবস্ক্রাইব করতে হয়েছে।

তবে সেন্ট লুসিয়ায় অনুষ্ঠিতব্য সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি বাংলাদেশে উন্মুক্ত করে দিয়েছে আইসিসি। বাংলাদেশ থেকে আইসিসি টিভিতে ম্যাচটি বিনা পয়সায় দেখা যাবে।

এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শিগগিরই ঘোষণা দেবে বলেও উল্লেখ করেছে আইসিসি।

আইসিসি জানিয়েছে, আইসিসিডটটিভিতে (ওঈঈ.ঃা) ম্যাচটি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাবে। তবে ম্যাচটি অন্য কোথাও সম্প্রচার করা হবে না।

অ্যান্টিগা টেস্ট শুরুর আগে জানানো হয়েছিল আইসিসি টিভিতে খেলা দেখতে হলে দর্শকদের আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের মাধ্যমে ২ ডলার পরিশোধ করতে হবে।

এখন যেহেতু টাকাই লাগছে না, তাই কেডিট কার্ডেরও প্রয়োজন হচ্ছে না। আইসিসি টিভি সাবস্ক্রাইব করলেই খেলা দেখা যাবে।

একটি সূত্রে জানাযায়, বাংলাদেশের খেলাধুলার চ্যানেল টি-স্পোর্টস জানিয়েছে ২৪ জুন থেকে শুরু সিরিজের দ্বিতীয় টেস্ট তারাও সরাসরি সম্প্রচার করবে।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com