রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৫:৪৭ অপরাহ্ন
নিউজ ডেস্ক :
প্যারিস আরচ্যারি বিশ্বকাপে আজ ছিল দলগত ইভেন্টের খেলা। নারী ও পুরুষ উভয় দলগত ইভেন্টে বাংলাদেশ বিদায় নিয়েছে।
পুরুষ রিকার্ভ দলগত ইভেন্টে ১/১২ রাউন্ডে বাংলাদেশ গ্রেট বৃটেনকে ৬-০ সেট পয়েন্টে পরাজিত করে। ১/৮ রাউন্ডে আমেরিকার বিপক্ষে একই সেট ব্যবধানে হেরে বিদায় নেন রোমান, সাগর ও আব্দুল হাকিম রুবেল।
নারী দলগত ইভেন্টে বাংলাদেশ ১/১২ রাউন্ডে ব্রাজিলের সঙ্গে অনেক প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়ে নির্ধারিত সেট পয়েন্ট ৪-৪ এ শেষ হয়। টাইব্রেকে ব্রাজিল ২৫ ও বাংলাদেশ ২৬ পয়েন্ট করায় পরের রাউন্ডে উঠে। অবশ্য ১/৮ রাউন্ডে চাইনিজ তাইপের কাছে ৬-২ সেট পয়েন্টে হারে দিয়া সিদ্দিকীরা৷
বাংলাদেশ এই বিশ্বকাপে শুধু রিকার্ভ ইভেন্টে অংশ নিচ্ছে। দলগত বিভাগে বিদায়ের পর বাংলাদেশের এখন ব্যক্তিগত ও মিশ্র বিভাগের খেলা রয়েছে।