শনিবার, ০৩ Jun ২০২৩, ০১:৫০ পূর্বাহ্ন

১৫ বছর কনডেম সেলে থাকা ২ ফাঁসির আসামি খালাস

১৫ বছর কনডেম সেলে থাকা ২ ফাঁসির আসামি খালাস

নিউজ ডেস্ক :
কনডেম সেলে ১৫ বছর থাকার পর আপিল বিভাগ থেকে খালাসের নির্দেশ পেলেন মা-মেয়ে হত্যা মামলার আসামি ইসমাইল ও সোনাদি।

আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এ রায় দেয়। আসামিদের দ্রুত কনডেম সেল থেকে বের করার নির্দেশ দেয়া হয়েছে। রায়ে সাজা কমিয়ে যাবজ্জীবন দেয়া হয়েছে মামলার আরেক আসামি তরিকুল ইসলামকে।

উল্লেখ্য, ২০০৬ সালে ১০ অক্টোবর রাজশাহীর গোদাগাড়িতে খুন হন মিলিয়ারা খাতুন ও তার কন্যা পারভীন। এ ঘটনায় করা মামলায় ২০০৮ সালে ইসমাইল, সোনাদি ও তরিকুলকে মৃত্যুদণ্ড দেয় নিম্ন আদালত। পরবর্তীতে হাইকোর্ট সে রায় বহাল রাখে।
হাইকোর্টের সে রায় বাতিল করে মৃত্যুদণ্ড থেকে দুজনকে খালাস ও একজনকে যাবজ্জীবনের রায় দিয়েছেন আপিল বিভাগ।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com