সোমবার, ২০ মে ২০২৪, ০৫:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ার দখলে টিটো-মোশারুলের লড়াই, কার পক্ষ নেবে আ’লীগ আটপাড়ায় প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত কয়রার বাগালী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা ঠাকুরগাঁওয়ের মাদারগঞ্জ গরু হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ ঠাকুরগাঁওয়ে রংপুর বিভাগীয় কমিশনার জাকির হোসেনের সাথে মতবিনিময় সভা প্রতারণার নতুন কৌশল ঠাকুরগাওয়ে মসজিদ, মাদ্রাসা সহ পাকাবসতবাড়ী নির্মাণের নামে কোটি কোটি টাকার প্রতারণা আটপাড়ায় খুদে শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও এম. সাজ্জাদুল অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে জেলা পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল ঠাকুরগাঁওয়ে বক্ষব্যাধি ক্লিনিকের এক্সরে মেশিনটি প্রায় ১৫ বছর ধরে নষ্ট হয়ে পড়ে রয়েছে, আর অন্যদিকে চিকিৎসক সংকট ফরিদপুরে গরমে বেড়েছে তাল শাঁসের বিক্রি
শিবগঞ্জের শাহাবাজপুরে উন্মুক্ত প্রতিবন্ধী ভাতা যাচাই বাছাই অনুষ্ঠিত

শিবগঞ্জের শাহাবাজপুরে উন্মুক্ত প্রতিবন্ধী ভাতা যাচাই বাছাই অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ০২নং শাহাবাজপুর ইউনিয়ন পরিষদে চত্ত্বরে প্রতিবন্ধী ভাতা যাচাই-বাছাই করন ২০২২-২৩ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে শাহবাজপুর ইউনিয়ন পরিষদ চত্বরে সমাজসেবা শিবগঞ্জ উপজেলা চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে এবং ইউনিয়ন পরিষদের সহযোগিতায় ইউপি চেয়ারম্যান নিজামুল হক এর সভাপতিত্বে ও ইউপি সচিব মোঃ রেজাউর রহমানের সঞ্চলানায় প্রতিবন্ধী ভাতা যাচাই-বাছাই ২০২২-২৩ অনুষ্ঠিত হয়েছে।

জানাযায় সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের নির্দেশনায় ও শাহবাজপুর, দাইপুকুরিয়া ইউনিয়ন  সমাজকর্মী ও চলমান প্রতিবন্ধী ভাতা যাচাই-বাছাই করন ২০২২-২৩ এর দলনেতা মোহাঃ রাহাতুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে সকল টিমের সদস্যরা নিরলসভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে যাচ্ছেন।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান আঃ রশিদ, ইউপি সদস্য হুমায়ুন কবির, মাইনুল সহ, মুক্তিযুদ্ধগণ ও স্থানীয় আওয়ামীলীগ সংগঠনের নেতৃবৃন্দ।

ইউপি চেয়ারম্যান নিজামুল হক রানা বলেন, জীবন জীবনের জন্য মানুষ মানুষের জন্য, প্রতিবন্ধী কোন পাপ বা অভিশাপ নয়। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের সুবর্ণ নাগরিক বলেছেন। তাই তাদের অসহায়ের কথা ভেবে ভাতা প্রদানের ব্যবস্থা গ্রহণ করেন। প্রতিবন্ধী ভাতার জন্য কোন দালাল বা মেম্বার কোন প্রকার টাকা চাইলে টাকা দেবেন না। সাথে সাথে আমাকে জানাবেন আমি। ততক্ষণই ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ।

দলনেতা জানান, ১৫ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় ১৬ই ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিবন্ধী ভাতা যাচাই-বাছাই এর কাজ চলমান থাকবে।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com