বুধবার, ৩১ মে ২০২৩, ০৪:৫৮ অপরাহ্ন
খেলাফত মজলিসের আমির মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরে দলীয় একটি অনুষ্ঠানে ইফতাররত অবস্থায় তিনি স্ট্রক করে মারা যান। খেলাফত মজলিস সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রয়াতের জানাজা ও দাফনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।
চলতি বছরের জানুয়ারিতে মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী খেলাফত মজলিসের আমির পদে নির্বাচিত হন। এর আগে তিনি কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন